Header Ads

বাংলা চলচ্চিত্রে নক্ষত্রপতন, প্রয়াত পরিচালক অরুণ রায়


নতুন বছরের শুরুতে টলিউডে নক্ষত্রপতন৷ চলে গেলেন প্রখ্যাত পরিচালক অরুণ রায়। যিনি ঐতিহাসিক ছবি বানাতে ভালোবাসতেন। তিনি হাতেগোনা কয়েকটি ছবি বানিয়েই জনপ্রিয় হয়ে ওঠেন। তাঁর পরিচালনার দক্ষতা ছিল সবার থেকে আলাদা। পরিচালক অরুণ রায়ের পরিচালনাতে হাতে খড়ি হয় ২০১১ সালে 'এগারো' ছবির হাত ধরে। যে ছবিতে ১৯১১ সালে মোহনবাগানের ব্রিটিশদের বিরুদ্ধে ঐতিহাসিক শিল্ড জয়ের ইতিহাসকে তুলে ধরা হয়েছিল। 



তাঁর দ্বিতীয় ছবি হলো 'চোলাই'। এই ছবিতে গ্রাম-বাংলার লাইসেন্সবিহীন মদ ব্যবসার গল্পকে তুলে ধরা হয়। তাঁর তৃতীয় ছবি 'হীরালাল'। এই ছবিটি ভারতের চলচ্চিত্রের প্রকৃত জনক হীরালাল সেনের জীবন নিয়ে তৈরি হয়। তাঁর চতুর্থ ছবি '৮/১২'। যে ছবিটি তৈরি হয় বিনয়-বাদল-দীনেশের রাইটার্স বিল্ডিং-এ অলিন্দ যুদ্ধ নিয়ে। তাঁর পরিচালিত শেষ ছবি হলো 'বাঘাযতীন'। বাঙালি বিপ্লবী বাঘাযতীনের বীরগাঁথা নিয়ে তৈরি হয়েছে এই ছবি। নতুন বছরে তাঁর  'অরণ্যের দিনরাত্রি' নামে একটি ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল কিন্তু তা আর হলো না৷ পুরো টলিউডকে কাঁদিয়ে বিদায় নিলেন তিনি। 

বাঘাযতীন ছবির শ্যুটিং চলাকালীনই তাঁর ক্যান্সার রোগ ধরা পড়ে। বছরের শেষে আরজি করে ফুসফুসের তীব্র সংক্রমণ নিয়ে তিনি ভর্তি হন। কিন্তু তাঁর অবস্থার উন্নতি কোনোমতেই হয়নি। অবস্থা ক্রমশ খারাপ থেকে খারাপতর হতে থাকে। শেষমেশ মারণরোগের সাথে লড়াইতে হার মানতে হলো তাঁকে। তাঁর অকালমৃত্যু বাংলা চলচ্চিত্র জগতের জন্য অত্যন্ত বেদনাদায়ক। 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা

No comments