Header Ads

দর্শকদের তুমুল জনপ্রিয়তা অর্জন করে নিল দেবাশীষ ঘোষের "লাল দেশের গান"


পরিচালক দেবাশীষ ঘোষ দস্তিদারের পরিচালনায় অনুষ্ঠিত হল নতুন নাটক "লাল দেশের গান"। অভিনয়ে একঝাঁক তাবড় তাবড় অভিনেতাকে দেখা গেল এই নাটকে। নাটকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিশ্বজিৎ দাস, অসীম দেব, প্রদীপ চক্রবর্তী, শ্রীকান্ত সাহা, যীশু পাল, কৌস্তভ দাসগুপ্ত, অর্কব্রত সেনগুপ্ত, পাভেল, অভীক রায়, নন্দন জানা, অভীন্সা ঘোষ, পারিজাত দেব, পল্লবী মন্ডল প্রমুখ।


নাটকের প্রতিটি দৃশ্যজুড়ে ছিল জমজমাটি প্রদর্শন। নাটকটির সঙ্গীত এর দ্বায়িত্বে ছিলেন যীশু, স্বর্নদীপা, জয়িতা, বিদিশা ও রাজা। নাটকটির প্রযোজনা করেছে বেলঘরিয়া হাতেখড়ি নাট্যসংস্থা।

পরিচালক দেবাশীষ ঘোষ দস্তিদার জানান "আমাদের টিমের প্রতিটি নাট্যকর্মীর অক্লান্ত পরিশ্রমের ফলাফল এই নাটক "লাল দেশের গান"। আমাদের প্রতিটি শো এর শেষে আমরা যথেষ্ট ভালোবাসা পেয়েছি দর্শকদের থেকে। এই নাটকটি খুব ভালো পছন্দ হয়েছে দর্শকদের। আশা করছি আমরা আরো ভালো নাটক দর্শকদের উপহার দিতে পারবো"।

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা

No comments