৭ দিনে সাড়ে ৪ কোটি টাকার ব্যবসা করে বাজিমাৎ করলো 'দশম অবতার'
পুজোতে মুক্তি পেয়েছে চার চারটে বাংলা ছবি। প্রত্যেকটি ছবিই দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রতিটি ছবিতেই হচ্ছে প্রচুর লক্ষীলাভ। তবে পুজোতে চারটি ছবির মধ্যে সবার প্রথমে 'দশম অবতার'। এই প্রতিবেদনে আমরা জানবো পুজোতে 'দশম অবতার' কত কোটি টাকার ব্যবসা করলো?
বক্স অফিসে রীতিমতো বিস্ফোরণ ঘটাচ্ছে 'দশম অবতার'। প্রবীর-পোদ্দারের মিলিত রসায়ন বাঙালিদের কাছে তুমুল প্রশংসিত হচ্ছে। ছবির গল্পে মুগ্ধ চলচ্চিত্র সমালোচকরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত ও জয়া এহসানকে একই ফ্রেমে দেখতে পেয়ে আপ্লুত দর্শকমহল। গত সাত দিনে এই ছবি সাড়ে সাত কোটি টাকা আয় করে ফেলেছে।
গত বৃহস্পতিবার রাতে এসভিএফের তরফে সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়, "দশে-দশ দশম অবতার! সব রেকর্ড ব্রেক করে, দশম অবতার ৭ দিনে ৪.৫ কোটি।" একাদশী পর্যন্ত নজরকাড়া কালেকশন করে ফেলেছে দশম অবতার। এই ছবি দারুণভাবে দর্শক টানছে। এই পুজোতে ফার্স্টবয় সৃজিৎ মুখোপাধ্যায়। বলে বলে চ্যালেঞ্জ নিয়ে সেই চ্যালেঞ্জে জিতে গেলেন মুখুজ্জে বাবু।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment