এবার একসাথে জুটি বাঁধছে ঋষি ও সমিধ, ভিন্ন ধরনের গান উপহার পাবে সঙ্গীতপ্রেমীরা
এবার একসাথে জুটি বাঁধছে পরিচালক ঋষি রায়চৌধুরি ও গায়ক সমিধ মুখার্জী। বহুদিন পর পুরোপুরি আলাদা ধরনের নতুন গান আসছে গায়ক সমিধ মুখার্জীর কন্ঠে। গানটির নাম "ললিতা"।
গানটিতে অভিনয় করছেন অভিনেত্রী সোনামা ঘোষ। পুরোপুরি নাচের গান এটি, যার প্রতিটি লাইনে রয়েছে সঙ্গীতপ্রেমীদের জন্য নতুন চমক। গানটির শ্যুটিং শুরু হবে খুব তাড়াতাড়ি। কলকাতা শহরে হবে পুরো গানের শ্যুটিং। গানটির জথা লিখছেন সমিধ মুখার্জী নিজেই। গানটিতে থাকছেন আরো এক গায়িকা উর্ভি। গানটির কোরিওগ্রাফি করছেন আদিত্য ও খুসবু। গানটির ভিডিও শ্যুটে অভিনেতা অভিনেত্রীর পোশাক ডিজাইনিং ও স্টাইলিং করছেন সংযুক্তা। পরিচালক ঋষির পরিচালনায় এর আগে বহু গান দর্শকদের ভালো লেগেছে। গানটির সিনেমাটোগ্রাফি করছেন পলাশ।
পরিচালক ঋষি রায়চৌধুরি জানান "এই গানটিতে পুরোপুরি ভিন্ন ধরনের আমরা লুক এন্ড ফিল দেখাবো। দর্শকদের খুব পছন্দ হবে আশা করছি এই গানটি। এর আগে সমিধদার কন্ঠে বহু হিট গান সঙ্গীতপ্রেমীরা উপহার পেয়েছে। আশা করছি এই গানটি একটি ভিন্ন মাত্রা দেবে"।
গানটি মুক্তি পাবে সোশ্যাল এন্টারটেইনমেন্ট এর ব্যানারে প্রযোজক পঙ্কজ বর্মন এর প্রযোজনাতে।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment