Header Ads

পরিচালক সৌরভ ভট্টাচার্যের নির্দেশনায় আসছে স্লিপিং পিলসের 'হাবিজাবি', সঙ্গে নতুন জুটি দেবায়ন ও সংযুক্তা


দাঁত দাঁত কামড়ে বাংলা ব্যান্ডকে বাঁচাতে যে সকল ব্যান্ড লড়ছে তাদের মধ্যে অন্যতম 'স্লিপিং পিলস'। নতুন প্রজন্মের জন্য ইতিমধ্যেই বেশ কিছু মৌলিক গান তৈরি করেছে 'স্লিপিং পিলস'। বাংলার সমস্ত রেডিও চ্যানেল ও টিভি চ্যানেলগুলো যখন বাংলা ব্যান্ডের একেবারেই প্রচার করছে না তখন ইউটিউব ও অনলাইন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মকে পাখির চোখ করেই একের পর এক নতুন মৌলিক গান তৈরি করে এগিয়ে চলেছে এই ব্যান্ড। 


খুব শীঘ্রই 'স্লিপিং পিলস' নিয়ে আসছে তাদের নতুন গান 'হাবিজাবি'। পরিচালক সৌরভ ভট্টাচার্যের নির্দেশনায় আসতে চলেছে 'হাবিজাবি'। গানটিতে অভিনয় করতে দেখা যাবে দেবায়ন গুপ্ত এবং সংযুক্তা চক্রবর্তী কে। এই প্রথমবার ব্যান্ড-এর গিটারিস্টকে দেখা যাবে হিরো হিসেবে এবং হিরোইন হিসেবে সংযুক্তা কে দেখা যাবে অন্য ভাবে। এই প্রথমবার তারা একসাথে স্ক্রীন শেয়ার করলেন। 

এই গানে ক্যামেরাম্যান হিসেবে কাজ করেছেন সায়ন দে। সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন রাজা ঘোষাল এবং অন্যান্যরা। গানটি লিখেছেন মনীষী ভট্টাচার্য। এটি একটি অন্য  স্বাদের গান হতে চলেছে। গানটি গেয়েছেন মনীষী ভট্টাচার্য এবং গানটি একটি কমার্শিয়াল Rap সঙ। কিছুদিনের মধ্যেই এটি একটি বড় মিউজিক লেবেল থেকে মুক্তি পাবে।

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা

No comments