বাংলা ওয়েব সিরিজ তাকদীর এবার রিমেক হবে তেলুগু তে
অভিনেতা চঞ্চল চৌধুরী যার প্রতিটি ছবি, নাটক ও ওয়েব সিরিজে থাকে নতুনত্বের ছোঁয়া। চঞ্চল চৌধুরী বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির একজন বড় সম্পদ। তাঁর অভিনীত বাংলা ওয়েব সিরিজ 'তাকদীর' এবার রিমেক হতে চলেছে তেলুগু ভাষাতে। এই তেলুগু ওয়েব সিরিজটির নাম 'দায়া'। একটা সময় যখন বহু বাংলা ছবি তেলুগু বা তামিল থেকে রিমেক করা হতো৷ এখন পরিবর্তন আসছে সেই জায়গায়৷ বাংলা থেকেও ইদানীং রিমেক করে ছবি হচ্ছে সাউথে৷
তরুণ পরিচালক সৈয়দ আহমেদ শাওকির পরিচালনায় নির্মিত হয়েছিল 'তাকদীর'। তিনি তাঁর প্রথম কাজেই রীতিমতো তাক লাগিয়ে দেন। শ্বাসরূদ্ধকর এই থ্রিলারের শুরু থেকে শেষ একটা মিনিটও চোখ ফেরানোর উপায় ছিল না। এই ওয়েব সিরিজে যে বিষয়গুলো নাড়া দেয় তা হলো লাইটের অবর্ণনীয় কাজ, বিজিএম, কলাকুশলীদের অভিনয়, দূর্দান্ত ডায়ালগ ডেলিভারি ও যত্ন সহকারে দৃশ্য নির্ধারণ প্রভৃতি।
তাকদীরের প্রযোজনা সংস্থা এসভিএফ টুইটে জানায়, বাংলা ভাষায় নির্মিত কন্টেন্ট নিয়ে প্রতিষ্ঠানটি পা রাখছে তেলুগু ইন্ডাস্ট্রিতে। প্রথম কন্টেন্ট হিসেবে তারা বেছে নিয়েছে 'তাকদীর' কে। যদিও পোস্টে তাকদীরের নাম নেয়নি এসভিএফ। তবে হইচইয়ের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয় তাকদীর থেকেই রিমেক হচ্ছে তেলুগু ওয়েব সিরিজটি।
'দায়া' ওয়েব সিরিজটি পরিচালনা করছেন পরিচালক পবন সাদিনেনি। আগামী ১৪ ই জুলাই ডিজনি হটস্টারে প্রিমিয়ার হবে এই ওয়েব সিরিজটি৷ 'দায়া' তে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জেডি চক্রবর্তী। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন এশা রেব্বা, রেমিয়া নাম্বিশান, কামাল কামারাজু, জোশ রবি ও পৃথ্বীরাজ। বাংলা ছবির কাছে এ এক গর্বের মুহূর্ত।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment