Header Ads

WBCS পরীক্ষায় ৩০০ নম্বরের বাংলা পেপার বাধ্যতামূলক করার দাবিতে বিক্ষোভ সভা বঙ্গযোদ্ধার


বাংলা ও বাঙালির নানান অধিকারের দাবিতে বহুদিন ধরে রাস্তায় নেমে আন্দোলন করছে 'বঙ্গযোদ্ধা।' গত ১৪ ই জুন ডব্লিউবিসিএস পরীক্ষায় ৩০০ নম্বরের বাংলা পেপার বাধ্যতামূলক করার দাবিতে পিএসসি ভবনে ডেপুটেশন কর্মসূচির আয়োজন করে বঙ্গযোদ্ধা। 


পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষায় ৩০০ নম্বরের বাংলা পেপার বাধ্যতামূলক করার জন্য রাজ্য সরকার গেজেট প্রকাশ করলেও এই বিধি এখনও পর্যন্ত কার্যকর হয়নি। এরই মধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দল এই সিদ্ধান্তের বিরোধিতা শুরু করেছে। এর প্রতিবাদে এবং গেজেটের সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার দাবিতে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বঙ্গযোদ্ধা।

বঙ্গযোদ্ধা'র সদস্যদের বক্তব্য, "কেরলের সিভিল সার্ভিস পরীক্ষায় মালয়ালম ভাষা জানা বাধ্যতামূলক, আবার গুজরাটের ক্ষেত্রে গুজরাটি, একইরকম ভাবে বিহার ও উত্তরপ্রদেশের ক্ষেত্রে হিন্দি। তাহলে বাংলার ব্যাপারে এই বৈষম্য কেন!" 

বঙ্গযোদ্ধার সকল সদস্যরা বিক্ষোভ কর্মসূচির শেষে স্পষ্টভাবে জানিয়েছেন বাঙালির এই ন্যায্য দাবি না মানা হলে তাঁরা খুব শীঘ্রই গণআন্দোলনের ডাক দেবে। 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments