Header Ads

বাংলা নতুন বছরে 'সিদ্ধি বিনায়ক স্টুডিও'র নতুন চমক


পরিচালক শিউলী মুখার্জী, নীলাঞ্জন দাস ও তথাগত বিশ্বাসের নতুন চমক বাংলা ক্যালেন্ডার "উত্তরন"। বিনোদন জগতে এই বছরের তাদের নতুন উপহার 'উত্তরন'। এই ক্যালেন্ডার এর প্রতিটি পেজে থাকছে নতুন নতুন ভাবনা ও তাদের নতুন নতুন ক্রিয়েটিভিটি। এর আগে 'সিদ্ধি বিনায়ক স্টুডিও' এর ব্যানারে তৈরি হয়েছে নানা সিনেমা ও ওয়েবসিরিজ। এবার তাদের নতুন চমক এই বাংলা নতুন ক্যালেন্ডার।


বাংলা ক্যালেন্ডার 'উত্তরন' এর প্রকাশিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক পাশ্মিনা সরকার (রনদীপ সরকার), ইউটিউবার বিষাক্ত জয়, প্রাঞ্জল সরকার, নেহা মালাকার, ফটোগ্রাফার জয় এবং তথাগত বিশ্বাস, রূপসজ্জায় - সানি এবং রিঙ্কি, বিশেষ ধন্যবাদ - চিরাগ কৌশিক (চিরাগ গ্রুপ অফ কোম্পানি) এবং সোনালী মুখার্জী, সম্পাদনায় – অমর রায় এবং নিখিল সিং প্রমুখ।


পরিচালক শিউলী মুখার্জী জানান "এর আগেও আমাদের ক্যালেন্ডার লঞ্চ হয়েছে। কিন্তু এবারের ক্যালেন্ডারে থাকছে অনেক চমক। আমাদের ক্যালেন্ডার প্রতিটি মডেল যারা কাজ করেছেন তাদের প্রত্যেকের লুকে থাকছে আলাদা আলাদা চমক। গ্রাফিক্স এর কাজ থাকছে আমাদের ক্যালেন্ডারে। নতুন ভাবে নতুন রুপে মুক্তি পেল এই ক্যালেন্ডার"।

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা 

No comments