আইআইটি জ্যামে দেশের মধ্যে প্রথম স্থান দখল করে বাংলাকে গর্বিত করলেন রূপাঞ্জন মুখার্জি
বাঙালির মেধা আজও সমানভাবে অটুট। সর্বভারতীয় পরীক্ষায় সাফল্যের নজির গড়লেন নৈহাটির ছেলে রূপাঞ্জন মুখার্জি। আইআইটি জ্যামে দেশের মধ্যে প্রথম হলেন রূপাঞ্জন মুখার্জি। আইআইটি গুয়াহাটির অধীনে জয়েন্ট এডমিশন টেস্ট অফ মাস্টার ডিগ্রি পরীক্ষায় ম্যাথমেটিক্যাল স্ট্যাটিসটিকসে ৫৯ নম্বর পেয়ে ভারতে প্রথম স্থান অধিকার করেছেন বাংলার ছেলে রূপাঞ্জন।
মোট ২৯১২ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম স্থান দখল করতে পেরে আপ্লুত রূপাঞ্জন। তিনি বলেন, "ভালো ফলাফল করবো ভেবেছিলাম। কিন্তু প্রথম স্থান হবো এটা ভাবতে পারিনি।" পড়াশোনার জন্য সোশ্যাল মিডিয়ার থেকে দূরত্ব বজায় রেখে চলেছেন তিনি। আগামীদিনে স্ট্যাটিসটিকস নিয়ে তিনি পড়াশোনা করতে চান।
তাঁর ইকোনমিকসের গৃহশিক্ষক মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়। নিজের হাতে তিনি বহু ছাত্রকে তৈরি করেছেন। তাঁদের সাফল্যের দিকে এগিয়ে দিয়েছেন। ছেলে ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত ভালো। কিন্তু প্রথম স্থান অধিকার করবেন তিনি, এই প্রত্যাশা ছিল না বাবা মায়ের। স্বাভাবিকভাবেই আপ্লুত তাঁরাও।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment