"সিনেমাতে সবসময় ভালো চরিত্রে অভিনয় করতে চাই" - অভিনেত্রী ব্রততী পাল
অভিনয় ও মডেলিং জগতের জনপ্রিয় নাম ব্রততী পাল। এর আগে একাধিক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রী ব্রততী পাল কে। "জয়ী", "শ্রীময়ী", "খনার বচন", "গ্যাংস্টার গঙ্গা", "লক্ষী কাকিমা সুপারস্টার", "মাধবিলতা" এর মতো সুপারহিট ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে।
মেগা সিরিয়ালের পাশাপাশি ওয়েবসিরিজ ও সিনেমা জগতেও বেশ প্রশংসনীয় ব্রততী পাল। হইচই প্ল্যাটফর্মের "পাপ" সিরিজে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাকে। "আতঙ্ক", "মৃত্যুর রঙ ধূসর", "দিশাহীন মন" সিনেমাতে অভিনয় করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি মডেলিং জগতেও বেশ পরিচিত তিনি। বেশ কিছু নামী ব্র্যান্ডের শ্যুটে দেখা গিয়েছে তাকে। শুধু বাংলা সিনেমায় নয়, অভিনেত্রী কে দেখা গিয়েছে উড়িয়া সিনেমা জগতেও। উড়িয়া সিনেমা "প্র্যাক্টিকাল লাইফ" এ তিনি অভিনয় করেছেন।
তবে অভিনেত্রী, মডেল ব্রততী পাল জানান "ভালো চরিত্রে অভিনয় করতে চাই। যে চরিত্রে অভিনয় করার জায়গা থাকবে এমন চরিত্র সব সময় পেতে চাই। আশা করছি ভালো ভালো অভিনয় আমার দর্শকদের উপহার দিতে পারবো"।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment