রক্তিম চ্যাটার্জির প্রোডাকশন হাউস বাংলা ছবিকে পথ দেখাচ্ছে
নেক্সজেন ভেঞ্চার্স নামটা অনেকেই জেনে যাচ্ছে ধীরে ধীরে। বাংলা ছবির জগতে বর্তমানে এক সম্ভাবনাময় প্রোডাকশন হাউসের নাম হলো 'নেক্সজেন ভেঞ্চার্স'। এই প্রোডাকশন হাউসের কর্ণধার হলেন রক্তিম চ্যাটার্জি। তাঁর প্রযোজনায় একের পর এক বাংলা ছবি মুক্তি পাচ্ছে। প্রতিনিয়ত তিনি একটার পর একটা নতুন ছবির ঘোষণাও দিচ্ছেন। ভিন্নধারার গল্প নিয়ে সিনেমা নির্মাণ করতে ভালোবাসেন রক্তিম বাবু। প্রথম থেকেই তিনি সাহস করে বড় বড় বাজেটের ছবি বানাচ্ছেন।
জনপ্রিয় সব তারকাদের নিয়ে নির্মিত তাঁর প্রযোজিত ছবিগুলো বহুল প্রশংসিত হচ্ছে। নেক্সজেন ভেঞ্চার্সের আপকামিং ছবি 'মির্জা' ও 'বেঙ্গল পুলিশ' নিয়ে জোর চর্চা চলছে। সদ্য মুক্তি পেয়েছে এই প্রোডাকশন হাউসের বহু প্রতীক্ষিত ছবি 'জতুগৃহ'। বাংলাতে যখন অনেক প্রযোজনা সংস্থার মধ্যে খরা চলছে তখন বুক ফুলিয়ে লার্জ স্কেলে মৌলিক ছবি তৈরি করছেন রক্তিম চ্যাটার্জি। বাংলা কমার্শিয়াল ছবির দর্শকদের একাংশের মনে তিনি ভরসাস্থল হয়ে উঠছেন।
বহু দর্শক তাঁর প্রযোজিত 'অ্যান্টিডোট' ও 'কিংবদন্তি' ছবির মুক্তির অপেক্ষার জন্যও দিন গুনছেন। নেক্সজেন ভেঞ্চার্সের প্রতিটিই এমন ধরনের ছবি যা বাংলাতে এর আগে কেউ দেখেনি। রক্তিম চ্যাটার্জি সর্বদা চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। তিনি বাংলা ছবির অগ্রগতির জন্য যেভাবে সাহস দেখাচ্ছেন তা সত্যিই গর্বের।
রক্তিম চ্যাটার্জির প্রোডাকশন হাউস বাংলা ছবিকে নতুন পথের সন্ধান দিচ্ছে। তাঁর আসন্ন ছবিগুলো বাঙালি দর্শককে বেশি বেশি করে হলমুখো করবে।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment