শিশু দিবসে আয়োজিত গুগল ডুডলের প্রতিযোগিতায় ভারত সেরা বাংলার শ্লোক মুখার্জি
১৪ ই নভেম্বর শিশু দিবসে গুগল হয়ে উঠেছিল বাঙালিময়। বাঙালি শিল্পী শ্লোক মুখার্জির তৈরি করা ডুডল স্থান পায় গুগল ডুডলে। এই বছর ভারতের জন্য আয়োজিত শিশু দিবসের বিশেষ ডুডল প্রতিযোগিতায় ভারত সেরা হলেন শ্লোক মুখার্জি। গত ১৪ ই নভেম্বর বাঙালির কাছে ছিল এ এক অসাধারণ সাফল্যের দিন। বিশ্বসভায় উজ্জ্বল হলো বাংলার মুখ।
ডুডলের জন্য শ্লোকের আঁকা ছবির নাম ছিল 'ইন্ডিয়া অন দ্য সেন্টার স্টেজ'। সোশ্যাল মিডিয়াতে ছবিটি শেয়ার করে লিখেছেন "আগামী ২৫ বছরে আমার ভারতের বিজ্ঞানীরা মানবতার স্বার্থে আমাদের নিজস্ব পরিবেশ বান্ধব রোবট তৈরি করবেন। নিয়মিত মহাকাশে যাবেন আমাদের মহাকাশচারীরা৷ যোগ এবং আয়ুর্বেদে আরো উন্নত হবে ভারত। আগামী সময়ে আরো অনেকটা শক্তিশালী হয়ে উঠবে আমার দেশ।"
গুগলের এই বছরের ডুডল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল প্রায় ১০০ টি শহরের প্রতিযোগীরা। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের আঁকা মোট ১ লক্ষ ১৫ হাজার ছবি জমা পড়েছিল গুগলের ২০২২ সালের ডুডল প্রতিযোগিতায়৷ তার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে শিল্পী শ্লোক মুখার্জির আঁকা ডুডল।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment