Header Ads

জাপানে তুমুল প্রশংসিত 'দোস্তজী', পরিচালক প্রসূন চট্টোপাধ্যায় পেলেন ৮ কোটি টাকা


বর্তমানে যে বাংলা ছবিটি নিয়ে সর্বাধিক চর্চা চলছে তা হলো পরিচালক প্রসূন চট্টোপাধ্যায় পরিচালিত ছবি 'দোস্তজী'। দীর্ঘ পরিশ্রম ও লড়াইয়ের ফসল হলো এই ছবি। একসময় এই ছবিটি অর্থের অভাবে বন্ধ হতে বসেছিল কিন্তু পরিচালক হাল ছেড়ে দেননি। তাঁর অদম্য প্রচেষ্টায় নানান চোরাস্রোত পেরিয়ে তৈরি হয়েছে 'দোস্তজী'। ইতিমধ্যেই আট-আটটি আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছে এই ছবি৷ বাংলা ছবির ইতিহাসে মাইলস্টোন তৈরি করছে এ ছবি।


ছবিতে উঠে এসেছে এক নির্ভেজাল বন্ধুত্বের গল্প। ছবিতে নেই কোনো বিদেশি লোকেশন, ইট-পাথরের শহর, বড়-বড় তারকা। কিন্তু তাতে কী? এ ছবিতে আছে গ্রাম-বাংলার সবুজ প্রকৃতি, গ্রাম্য জীবন ও সারল্যতা। ছবিটি দেখতে দেখতে আপনার মনে পড়ে যেতে পারে 'পথের পাঁচালী' কিংবা 'হাঁসুলিবাঁকের উপকথা' অথবা জসীমউদ্দিনের 'নক্সিকাঁথার মাঠে'র কথা। আধুনিক সময়ের প্রেক্ষাপটে 'দোস্তজী' গ্রাম-বাংলার যেন এক নিজস্ব ছবি।

'দোস্তজী'র মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে মুর্শিদাবাদের দুই ফুটফুটে বাচ্চা ছেলে আশিক শেখ ও আরিফ শেখ-কে, যাদের অভিনয় সত্যিই বাঁধিয়ে রাখার মতো। 'দোস্তজী' ছবির প্রতিটি দৃশ্য এককথায় প্রাণবন্ত। বিদেশের মাটিতে প্রশংসায় পঞ্চমুখ এ ছবি। সূদুর জাপানে এই ছবি এতোটাই সাড়া ফেলেছে যে জাপান থেকে পরিচালক প্রসূন চট্টোপাধ্যায় আট কোটি টাকা পেয়েছেন তাঁর পরবর্তী ছবি তৈরির জন্য। এমন বিরল সম্মান বহুদিন পর কোনো এক বাংলা ছবি অর্জন করলো।

'দোস্তজী' ছবি নিয়ে পরিচালক যে স্বপ্ন দেখেছিলেন তা আজ সত্যি হলো। জাপান থেকে এতো মোটা অঙ্কের টাকা পরবর্তী ছবির জন্য তিনি পাবেন কল্পনা করতে পারেননি। এ এক বাংলা ছবির জন্য বড় জয়। গ্রামের মাটিতে বসেও যে আন্তর্জাতিকমানের ছবি বানানো সম্ভব তার বড় প্রমাণ আজ সবার সামনে রাখলেন পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়।

প্রতিবেদন- সুমিত দে

No comments