Header Ads

মণ্ডপে মণ্ডপে বাংলা গান চালানোর দাবিতে সোচ্চার বাংলা পক্ষের পশ্চিম বর্ধমান শাখাও


পশ্চিমববঙ্গ জুড়ে বিভিন্ন বাংলা চলচ্চিত্র হল পাচ্ছে না বলে অভিযোগ উঠছে, তখন বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে এক অভিনব প্রয়াস নজর কেড়েছে বাংলার শিল্পী তথা রাজনৈতিক মহলের। এপার বাংলায় বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। মেতে উঠেছে বাঙালি। এই সুযোগকে বাঙালির স্বার্থে কাজে লাগাতে মরিয়া বাংলা পক্ষ। রাজ্যজুড়ে জনপ্রিয় দুর্গাপুজো প্যান্ডেলগুলিতে স্মারক ও শুভেচ্ছাপত্র তুলে দিল বাংলা পক্ষ।


শুভেচ্ছাপত্রে বড় বড় ক্লাবগুলিকে বাঙালির উৎসব দুর্গাপুজো আয়োজনের জন্যে বিশেষ ধন্যবাদের পাশাপাশি মণ্ডপগুলিতে কেবলমাত্র বাংলা গান বাজানোর অনুরোধ করে বাংলাপক্ষ। দুর্গাপুরের বাংলাপক্ষ সংগঠনও পিছপা হয় নি। বাংলাপক্ষের দুর্গাপুর পূর্ব সম্পাদক অর্ক বন্দ্যোপাধ্যায়, সহ-সম্পাদক অর্পণ গুঁই, পাণ্ডবেশ্বর বিধানসভা সম্পাদক রাজেশ ভাণ্ডারী, পলাশ চট্টোপাধ্যায় সহ কয়েকজনের নেতৃত্বে বাংলাপক্ষের সদস্যদের বেশ কয়েকটি দল দিনভর বিভিন্ন মণ্ডপে উপস্থিত থেকে পৌঁছে দেন তাদের বার্তা। দিশারী ক্লাব বামুন্নারার পুজো উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বাংলাপক্ষ রাণীগঞ্জ বিধানসভা সম্পাদক দীপায়ন মুখোপাধ্যায়। সেখানেও একই বার্তা দেন দীপায়ন বাবু।অপরদিকে, দুর্গাপুরের মিলন তীর্থ ক্লাবের পুজো মণ্ডপে বক্তব্য রাখতে গিয়ে অর্ক বন্দ্যোপাধ্যায় বলেন, "দুর্গাপুজো মানেই বাংলার সংস্কৃতি ও কৃষ্টিকে তুলে ধরার একটা সুযোগ। এই সময় শুধুমাত্র বাংলা গান বাজিয়ে বাংলার শিল্পী ও ইন্ডাস্ট্রির প্রচারে সহযোগিতা করুন। কারণ, প্রচার প্রকারান্তরে মুনাফা দেয়। পাশাপাশি, বাঙালি দুর্গাপুজোতে মাছ-মাংস খায় এ কথা ভুলে যাবেন না। বাঙালির শিকড় তন্ত্রে, বাঙালির তন্ত্র বলছে দেবীকে মাছ-মাংস নিবেদন করতে এবং নিজেদেরকেও ভোগ খেতে। পনীর, ভুজিয়া, গাঠিয়ার বানিজ্যিকরণ অবাঙালির হাতে। আর, বাজারে মাছ-মাংস মূলতঃ বাঙালিরা বিক্রি করে, তাদের কাছে কিনুন। জামা-কাপড়, মিষ্টি কিনুন বাঙালির দোকান থেকে। দুর্গাপুজো বাঙালির উৎসব, এই উৎসবে লাখ লাখ বাঙালির রুজি চলে। সেই টাকা যেন বাইরে না চলে যায় সেটা দেখা বাঙালির কর্তব্য।"

প্রসঙ্গতঃ আই এস আই-এর অধ্যাপক ড. গর্গ চট্টোপাধ্যায় ২০১৮-তে তৈরী করেন বাংলাপক্ষ নামক অদলীয় সংগঠনটি। শুধুমাত্র ভাষাগত আন্দোলন না, বাংলায় বাঙালির চাকরি-পুঁজি-টেন্ডার-ফুটপাত একদিন বাঙালি সবটাই পুনর্দখল করবে সোচ্চারে দাবী করে এই সংগঠন।

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments