Header Ads

ফুটবলে কেরালাকে ৫-০ গোলে পরাস্ত করে জাতীয় চ্যাম্পিয়ন হলো বাংলা


ন্যাশনাল গেমসে সোনা জয় বাংলার। কেরালাকে ৫-০ গোলে পরাস্ত করলো বাংলা। সন্তোষ ট্রফির প্রতিশোধ নিল বাংলা। ফুটবলে বাংলা চাইলে কীনা করতে পারে তা দেখিয়ে দিল বাংলার ফুটবলাররা। নরহরি, রবি ও অমিতদের পায়ের জোরে দুর্ধর্ষ জয় বাংলা দলের। ফাইনালে কেরালাকে এক ইঞ্চি জায়গা ছাড়েনি বাংলা। ম্যাচের প্রথম থেকেই রুদ্ধশ্বাস গতিতে বাংলার খেলোয়াড়দের খেলতে দেখা যায়। 


গত মঙ্গলবার আহমেদাবাদের ট্রান্সস্টাডিয়াম জাতীয় গেমসের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে ৫ টি গোলের মধ্যে ৩ টি গোল দিয়ে  হ্যাটট্রিক করেন অধিনায়ক নর হরি শ্রেষ্ঠা। অন্য দুটি গোল করেন রবি হাঁসদা এবং অমিত চক্রবর্তী। দীর্ঘ ১১ বছর পর জাতীয় গেমসে বাংলা দলের ঝুলিতে এলো সোনা৷ এ নিয়ে মোট তিনবার জয়ী হলো বাংলা। মাস দেড়েক আগে কেরালার কাছে হেরে সন্তোষে স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলার। কলকাতায় তার আগেরবারও কাঁটা ছিল সেই কেরালাই। এদিন প্রতিশোধের মঞ্চে সুদে আসলে বদলা নিল বাংলা। 

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের মনে ভয় ধরিয়ে দেয় বাংলা। টুর্নামেন্টের গোড়া থেকেই দারুণ ছন্দে ছিলেন নর হরি শ্রেষ্ঠা, বিশ্বজিৎ হেমব্রম, বাসুদেব মান্ডিরা৷ প্রথমে পাঞ্জাবকে হারিয়ে জাতীয় গেমসের সূচনা করে বাংলা। তারপর গুজরাট এবং কর্ণাটককে হারায় বাংলা। সেমিফাইনালেও দুরন্ত পারফরম্যান্স দেখায় বাংলা। পুরো টুর্নামেন্ট জুড়ে বাংলার দাপট অব্যাহত ছিল। 

তবে ফাইনাল ম্যাচের দিনক্ষণ নিয়ে চাপা অসন্তোষ থেকে গেছে। কারণ ক্লান্ত শরীর নিয়েই দু'দলের খেলোয়াড়কে খেলতে হয়েছে। মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে ফাইনালে ম্যাচ খেলতে হলো ফাইনালিস্ট দু'দুলকে। যাইহোক শেষমেশ বিজয়ের উল্লাসে মেতে বাড়ি ফিরলো বাংলা দল। 

প্রতিবেদন- সুমিত দে


No comments