Header Ads

দুর্গাপুজোর বিভিন্ন ঘটনাই একশো বছর ধরে স্থান পেয়েছে বোরোলীনের বিজ্ঞাপনে


বোরোলীন ব্যবহার করেনি এমন বাঙালি হয়তো বিরল। বাঙালি কোম্পানি জিডি ফার্মাসিউটিক্যালস স্বাধীনতার আগে থেকেই বঙ্গ জীবনের অঙ্গ হয়ে উঠেছে। বোরোলীন ছাড়াও এই কোম্পানির এলিন, সুথল, পেনোরাব, নোপ্রিক্স, বো লিপ,  বো বডি, রুক্ষ হ্যান্ড ওয়াশের মতো প্রোডাক্ট গুলো আজ জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেছে।


জিডি ফার্মাসিউটিক্যালসের বিজ্ঞাপনগুলো বছর বছর ধরে থেকেছে বাঙালিয়ানায় ভরপুর। এই কোম্পানির বোরোলীন সবচেয়ে পুরনো প্রোডাক্ট। এদের বিজ্ঞাপনগুলো প্রথম থেকে লক্ষ্য করলে দেখা যায় যে দুর্গাপূজার বিভিন্ন ঘটনা বার বার স্থান পেয়েছে। পুজোয় মজা, ঢাকের বাদ্যি, হৈ হুল্লোড়, দর্শনার্থীদের ভিড়, অন্তরের প্রার্থনা, হুগলি জেলার গুপ্তিপাড়ায় বারোয়ারি পূজো কীভাবে শুরু হয়ে ছড়িয়ে পড়লো গোটা বাংলায়, পুজোর প্রসাদ, কদমা, ১০৮ প্রদীপ, ফুলের মালা, কাঁসর ঘন্টা, শিল্পীর হাতে প্রতিমা গড়া, হিমালয়ের পাদদেশে পাহাড়ী ভঙ্গিমায় মা দুর্গার অষ্টভূজা রূপ এরকম বহু ঘটনা।

পূজার বিভিন্ন ইতিহাস, বড়িশার আটচালার দুর্গামন্ডপে জোড়া মহিষ বলি, যাত্রাপালার আসর, বিভিন্ন রকমের দুর্গামূর্তির বর্ণনা, বাংলা কবিতা সব মিলিয়ে বিজ্ঞাপনগুলো ছিল বাঙালিয়ানায় ভরপুর।

এছাড়াও আধুনিকা বঙ্গনারী এসব বিষয়ও স্থান পেয়েছে সময়ে সময়ে। বাঙালির হৃদয়ে নাড়া দেওয়া বিজ্ঞাপন ও তাদের অতি উন্নত কার্যকরী উপাদান বোরোলীনকে প্রায় ১০০ বছর মার্কেট লিডার থাকতে সহায়তা করেছে। বাঙালি ব্যবসায়ীদের কাছে বোরোলীনের মার্কেটিং একটি শিক্ষনীয় বিষয়।

প্রতিবেদন- অমিত দে


No comments