Header Ads

একসাথে দুটো চ্যানেলে মুক্তি পেল 'পাশ কাটিয়ে তোর'


বাংলা মৌলিক গানের জগতে এখন নানান পরিবর্তন আসছে। এ প্রজন্মের নিত্যনতুন শিল্পীদের হাত ধরে বাংলা মৌলিক গান অন্য মাত্রা পাচ্ছে। আজ থেকে বছর পাঁচেক আগে যদি চোখ রাখি তাহলে সেই সময় মনে হতো বাংলা মৌলিক গানের জগৎ হয়তো ধ্বংস হয়ে যাবে। কিন্তু বহু বাঙালি শিল্পীদের প্রচেষ্টায় বাংলা মৌলিক গান এখন নতুন সময়ের সূচনা করছে। এই তো কদিন আগেই "পাশ কাটিয়ে তোর" শিরোনামের একটি বাংলা মৌলিক গান ইউটিউবে দুই লক্ষেরও বেশি ভিউ অতিক্রম করেছে। সবচেয়ে বড়ো কথা হলো এই গানটি দু'দুটো ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।


পাশ কাটিয়ে তোর গানটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অঙ্কিতা ভট্টাচার্য। গানটির কথা লিখেছেন সুস্নাত ব্যানার্জী। গানের সুরও তারই করা। সুস্নাত ব্যানার্জী অত্যন্ত প্রতিভাবান একজন শিল্পী, যিনি এখন জমিয়ে মৌলিক গান নিয়ে কাজ করছেন। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই চলচ্চিত্রেও সঙ্গীত পরিচালক হিসেবে তার হাতেখড়ি হতে চলেছে। 

পাশ কাটিয়ে তোর ভীষণই মিষ্টি একটি গান। এই গানটির ভাষাও যেমন সাবলীল তেমনই অতুলনীয় এ গানটির সুর৷ রোমান্টিক মেলোডিয়ানাতে ভরপুর এই গান একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করবে। ক্রিস্টি ক্রিয়েশন অফিশিয়াল এবং অ্যাঞ্জেল ডিজিটালের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই গানটি মুক্তি পেয়েছে। মুক্তির পর গুটি গুটি পায়ে গানটি অল্প সময়েই বেশ জনপ্রিয়তা অর্জন করছে।

পাশ কাটিয়ে তোর গানটির সাফল্যের প্রসঙ্গে সুস্নাত ব্যানার্জী বলেন, "আমি 'পাশ কাটিয়ে তোর' গানটি লিখেছিলাম এবং সুর করেছিলাম ১৭ বছর বয়সে। তখন ভেবেছিলাম হয়তো একদিন গানটা কোনো সঙ্গীত সংস্থা থেকে প্রকাশ পাবে। তখন কোনো বড় গায়ক কিংবা গায়িকার সাথে পরিচয় ছিল না। তিন বছর পরেই পরিচয় হয়েছিল সারেগামাপা চ্যাম্পিয়ন অঙ্কিতা ভট্টাচার্য এর সঙ্গে। গানটা অঙ্কিতার খুব ভালো লেগেছিল। ও গানটা করতে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিল। ওর বাবা মা বলেছিল আমি নাকি গানটা অসাধারণ লিখেছি এবং সুর করেছি যদিও কোনো গীতিস্রষ্টা এবং সুরস্রষ্টা র নিজের গান ভালো লাগেনা কারণ যতই ভালো লিখি বা সুর করি মনে হয় যেন আরও অনেক ভালো লেখা ও সুর হতে পারতো। তবে একটা কথা আপনাদের আত্মবিশ্বাসের সাথে বলতে পারি মৃত্যুর আগে পর্যন্তু আপনাদের এমন বাংলা গান উপহার দিয়ে যাবো। গানটি আপনারা ইউটিউবে গিয়ে 'পাশ কাটিয়ে তোর' লিখলেই চলে আসবে। গানটি KRISTI CREATION (RADIO KOLKATA) এবং ANGEL MUSIC COMPANY এই দুটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পেয়েছে এবং এগারো মাসে দুটি চ্যানেল মিলিয়ে মোট দুই লক্ষ চার হাজার মানুষ দেখেছে। আশা করি আপনাদের সহযোগীতায় গানটি আরো অনেক মানুষ দেখবে।" 

প্রতিবেদন- সুমিত দে


No comments