নারায়ণ দেবনাথের সৃষ্টি নতুন ভাবে ফিরছে সিংহি পার্ক সর্বজনীন দুর্গা পূজার মাধ্যমে
দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে, প্রতিটি জায়গায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিটি জায়গায় এখন চোখ ধাঁধানো প্যান্ডেলের থিম। তবে সিংহি পার্ক সর্বজনীন দুর্গা পূজা কমিটির থিম এবার সত্যিই নজরকাড়া। দক্ষিণ কলকাতার এই পুজো কমিটি শিল্পী নারায়ণ দেবনাথ এবং তাঁর দ্বারা সৃষ্ট চরিত্রদের শ্রদ্ধা জানাবে এবং অবশ্যই প্রতিটি দর্শনার্থীকে ফিরিয়ে দেবে তাদের ছোটবেলায়।
নারায়ণ দেবনাথের তৈরি কার্টুন স্ট্রিপ দিয়ে সাজানো হয়েছে পুরো প্যান্ডেল। যেখানে বাঁটুল দি গ্রেট, হাঁদা- ভোঁদার লাইফ স্টাইল মডেল গুলি দেখা যাবে। যা প্রতিটি বাঙালিকে নিয়ে যাবে তাদের শৈশবের দিনগুলোতে।
আমাদের প্রায় প্রত্যেকেরই ছোটবেলার প্রিয় চরিত্রগুলো সৃষ্টি প্রয়াত শিল্পী নারায়ণ দেবনাথের হাত ধরে। কখনো তিনি আমাদের উপহার দিয়েছেন নন্টে ফন্টেকে, কখনো হাঁদা-ভোদা আবার কখনো বাঁটুল কে। নারায়ণ দেবনাথ প্রয়াত হয়েছেন চলতি বছরের ১৮ ই জানুয়ারি। তাঁর কথা স্মরণ করার জন্যই এমন এক উদ্যোগ নিয়েছে এই পুজো কমিটি।
থিমের সঙ্গে আরেকটি আকর্ষণীয় বিষয় হল আবহ সংগীত। সুর তৈরি করেছেন তবলা বাদক শুভেন চট্টোপাধ্যায়। আয়োজকরা এবং সঙ্গীতজ্ঞরা রেফারেন্স পয়েন্ট হিসেবে পশ্চিমা কার্টুন শো থেকে সঙ্গীত ব্যবহার করেছেন। কিন্তু এখন এটিকে একটি অনন্য বাংলা টুইস্ট দেওয়া হয়েছে। বাংলা লোকসংগীত এবং যন্ত্রগুলি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে এবং আবহ সঙ্গীত অবশ্যই সবাইকে আকৃষ্ট করবে।
সিংহি পার্ক সর্বজনীন দুর্গা পূজা বরাবরই সারাদেশের মন্দিরগুলির থিম পুনর্নির্মাণের জন্য বিখ্যাত ছিল। কখনো তাদের থিমে ধরা দিয়েছে দক্ষিণেশ্বর মন্দির, সোমনাথ মন্দির আবার কখনো বদ্রীনাথ মন্দির।
মন্দিরের প্রবণতা ২০১৯ পর্যন্ত অব্যাহত ছিল কিন্তু মহামারী সবকিছু বদলে দিয়েছে। ২০২১ সালে থিম ছিল সবুজ। আর এবারের থিম "নারায়ণে নারায়ণী"।
পুজোর আয়োজনের পাশাপাশি ক্লাবটি সারা বছর বিভিন্ন রকম সামাজিক কাজের জন্য পরিচিত। রক্তদান শিবির, স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষার মতো সামাজিক কাজের জন্য ধার্য করা হয় বেশ অনেক টাকাই। এছাড়াও থ্যালাসেমিয়া রোগীদের জন্য সারা বছর বিশেষ অভিযান চালানো হয়।
প্রতিবেদন- পৌলমী হালদার
Post a Comment