এবার পুজোতে নতুন ট্রেন্ডে এরিক ইন্ডিয়া
পুজোর ফ্যাশনে নতুন ট্রেন্ডে এরিক ইন্ডিয়া Erach India। এই পুজোতে তাদের নতুন ফ্যাশনের শ্যুটিং কমপ্লিট হল। উপস্থিত ছিলেন এরিক ইন্ডিয়া এর কর্ণধার শাহবাজ আহমেদ।
পুজোর ফ্যাশনে নতুন লুকে দেখা গিয়েছে রিত মুখার্জী, শানু সোমনাথ, কৌস্তভ গাঙ্গুলী, মহুয়া সেন ও নিশা মন্ডল কে। ফটোগ্রাফিতে ছিল সৌরভ মাইতি ও মেকাপ করেছিল রুওউ চৌধুরি।
এরিক ইন্ডিয়ার নানান নতুন কালেকশনে চোখ ধাঁধানো ক্যালেকশান পাওয়া যাচ্ছে এখন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে।
এরিক ইন্ডিয়ার কর্ণধার শাহবাজ আহমেদ জানান "এবার পুজোতে ফ্যাশন জগতে নতুন লুকে সবাইকে পুজো উপভোগ করার জন্য আমাদের এই প্ল্যান। পুজোতে আমাদের পোশাকে সবাই নতুন লুক পাবে আমরা সিওর"।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment