Header Ads

'মানিকবাবুর মেঘ' ছবির জন্য রাশিয়াতে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন চন্দন সেন


বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তে রয়েছে একঝাঁক প্রতিভাবান শিল্পী, যারা তাঁদের অভিনয় দক্ষতার জোরে উজ্জ্বল করেছেন বাংলা ও বাঙালির মুখ। সম্প্রতি রাশিয়ার প্যাসিফিক মেরিডিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন অভিনেতা চন্দন সেন। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি "মানিকবাবুর মেঘ"-এর জন্য রাশিয়ায় সেরা অভিনেতার পুরস্কার পেলেন তিনি। এই ছবিতে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেন। 


অভিনেতা চন্দন সেন দীর্ঘ বারো বছর ধরে ক্যান্সার আক্রান্ত। কিন্তু তাঁর মনের জোর এতোটাই বিশাল যে দক্ষতার সাথে এখনও অভিনয় করে চলেছেন। তাঁর এই অদম্য সাহস যুবসমাজকে অনুপ্রেরণা জোগাতে পারে। নাট্য জগৎ থেকে চলচ্চিত্র দুনিয়া সবেতেই তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। তিনি তাঁর অভিনয় জীবন থেকেই ভিন্ন ভিন্ন ঘরানার চরিত্রে অভিনয় করে আসছেন। 

"মানিকবাবুর মেঘ" ছবিটি তৈরি হয়েছে মেঘ এবং মানুষের সম্পর্ক নিয়ে। পরিচালক অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিটি নির্মিত হয়। এ ছবিতে তাঁর অভিনয় বাংলা ছবির ইতিহাসে একটা মাইলফলক তৈরি করেছে। এই ছবিতে চন্দন সেন ছাড়াও অভিনয় করেছেন ব্রাত্য বসু, নিমাই ঘোষ এবং দেবেশ রায়চৌধুরী। 

রাশিয়াতে অভিনেতা চন্দন সেনের এই অনন্য সম্মানে গর্বিত গোটা টলিউড। 

প্রতিবেদন- সুমিত দে


No comments