'পদ্মশ্রী পি কে সেন স্মৃতি স্মারক' সম্মানে ভূষিত হলো হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ
বাঘ দিবসের প্রাক্কালে হাওড়া জেলার গর্ব বাঘরোল সহ সমগ্র বন্যপ্রাণ সংরক্ষণের জন্য সম্মানিত হলো হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ। 'পদ্মশ্রী পি কে সেন স্মৃতি স্মারক' সম্মানে ভূষিত হলো হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ।
২০১৭ সাল থেকে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ নিরন্তর হাওড়ার পরিবেশ ও বন্যপ্রাণ বাঁচানোর জন্য যে কাজ করে চলেছে, আজ সেই কাজের জন্য বিশ্ব বাঘ দিবস (Global Tiger Day) এর প্রাক্কালে SHER (Society For Heritage & Ecological Researches) এর উদ্যোগে কলকাতার BSS স্কুলের প্রেক্ষাগৃহে বিখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, পরিচালক অরিন্দম শীল, রাজ চক্রবর্তী, রাজ্যের ভিজিলেন্স কমিশনার ও অবসর প্রাপ্ত মুখ্য বনপাল ডঃ প্রদীপ ব্যাস ও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অধিকর্তা শ্রী তাপস দাশ সহ বহু গুরুত্বপূর্ন ব্যক্তিত্ব, বনাধিকারিক ও বিশিষ্ট বিশেষজ্ঞদের সামনে। অনুষ্ঠানে উপস্থিত পরিবেশ মঞ্চের সদস্যদের হাতে সম্মান তুলে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্য বনপাল শ্রী দেবল রায় মহাশয়।
হাওড়া জেলায় বাঘ নেই। কিন্তু বাঘ যে প্রজাতির অর্থাৎ Wild Cat পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে বাঘরোল বা Fishing Cat এর বড় বাসস্থান রয়েছে হাওড়া জেলায়, যা দ্রুত নগরায়ণ, মানুষের সীমাহীন লোভ ও অসচেতনতার অভাবে আজ বিপন্ন হতে চলার মুখে। এই বন্যপ্রাণটিকে বাঁচানোর জন্য সারাবছর ধরে সচেতনতা কর্মসূচি ও নানা পদক্ষেপ গ্রহণ করে চলেছে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ সমগ্র জেলা জুড়ে। সেই সঙ্গে সাপ, কচ্ছপ সহ বিভিন্ন বন্যপ্রাণ বাঁচানোর কাজ করে পরিবেশ মঞ্চ। এই কাজের স্বীকৃতি স্বরূপ এ দেশের বিখ্যাত বাঘ সংরক্ষণ প্রকল্পের রূপকার, বন আধিকারীক প্রয়াত পদ্মশ্রী প্রশান্ত কুমার সেন মহাশয়ের নামাঙ্কিত চালু হওয়া প্রথম এই সম্মান পেল আজ হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ। যা হাওড়া জেলার জন্য এক আনন্দ ও গর্বের বিষয়।
সম্মান গ্রহণে উপস্থিত ছিলেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সম্পাদক সম্রাট মণ্ডল, সহঃ সম্পাদক কল্যাণী পালুই ও শুভজিৎ মাইতি, কোষাধ্যক্ষ সায়ন দে সহ সদস্য কৌশিক মাইতি, শুভেন্দু গাঙ্গুলী ও কৌশিক মুখোপাধ্যায় প্রমুখরা।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment