Header Ads

২২ লক্ষ টাকা চাঁদা তুলে সিনেমা বানিয়ে নিজের স্বপ্ন পূরণ করেছেন উজ্জ্বল বসু


চাঁদা তুলে যদি উৎসব হতে পারে তাহলে চাঁদা তুলে কারো স্বপ্ন পূরণ কেন করা যায় না? নদীয়া জেলার আড়ংঘাটার বাসিন্দা উজ্জ্বল বসু ৯৩০ টি পরিবার থেকে ২২ লক্ষ টাকা চাঁদা তুলে বানিয়েছেন একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি 'দুধপিঠের গাছ'। ২০২০ সালের ২১শে অক্টোবর সিনেমাটি রিলিজ হওয়ার পর কলকাতার বিভিন্ন সিনেমা হলে রমরমিয়ে চলেছিল প্রায় ছয় সপ্তাহ। অসংখ্য মানুষের ভালোবাসা ও প্রশংসা পেয়েছিল 'দুধপিঠের গাছ'। ছবিতে অভিনয় করেছেন দামিনী বাণী বসু, কৌশিক রায়, শিবানী মাইতি প্রমুখ।


তবে এই সবকিছুই সহজ ছিল না। একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানানোর পরেও যখন সিনেমার টাইটেল থেকে তাঁর নাম বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল ঠিক তখনই অনেক লড়াই করে তিনি নিজের নামটি টিকিয়ে রেখেছিলেন। তারপরেই তার মাথায় আসে ক্রাউডফান্ডিং এর কথা, তবে যদি টাকা নিয়ে ছবি না বানিয়ে পালিয়ে যান সেই ভয়তেই পাশে দাঁড়ায় নি কেউই। আর তারপরেই কলকাতার পাঠ চুকিয়ে ফিরে যান নিজের গ্রাম আড়ংঘাটা সেখানেও ওই একই কথা, তবে গ্রামের অনেকে এটাও ভেবেছিলেন যে তিনি একটা অলীক স্বপ্নের পিছনে দৌড়াচ্ছেন, সেই স্বপ্ন যদি গ্রামের ছেলেমেয়েদের মাথা খেয়ে বসে তাহলে একটা প্রজন্মই নষ্ট হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথাও শুনতে হয় তাঁকে। তবে এই সবকিছুকে উপেক্ষা করে নিজের সিদ্ধান্তে অনড় থেকে গ্রামের বিভিন্ন স্তরের মানুষকে রাজি করিয়ে ২২ লক্ষ টাকা চাঁদা তুলে নিজের স্বপ্ন পূরণ করেন উজ্জ্বল বাবু। তবে পাশে পাননি সেদিন গ্রামের তথাকথিত শিক্ষিত লোকেদের।

উজ্জ্বল বাবু নিজের কর্মজীবন একটি কোম্পানির চাকরি দিয়ে শুরু করেন, কিন্তু সকাল ৮ টা থেকে রাত ১০ টা অব্দি কর্মব্যস্ত জীবনে সিনেমা নিয়ে ভাবার অবকাশ তিনি পেতেন না। একদিন হুট করে এক বন্ধুর কথায় চাকরি ছেড়ে দিয়ে বাড়িতেই শুরু করলেন সরকারি চাকরির প্রস্তুতি। 

২০১১ সালে স্কুল শিক্ষকের চাকরি পাওয়ার পর ১০ টা থেকে ৫ টার চাকরি জীবনে এখন তাঁর অনেক সময় সিনেমা নিয়ে পড়াশুনা করার। ২০১১ সাল থেকে ২০১৬ সাল সিনেমার খুঁটিনাটি সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করার পর বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে বানিয়ে ফেললেন দুটি ছোট ছবি। তিনি অত্যন্ত প্রশংসিত হলেন। 
 
উজ্জ্বল বাবুর প্রথম চিত্রনাট্যের শিক্ষক ছিলেন তাঁর মা। তাঁকে কখনো সিনেমা দেখার জন্য বাধা দেননি তাঁর মা, বরং উৎসাহিত করেছেন বারংবার। মন থেকে চাইলে যে সব স্বপ্নই পূরণ করা যায় তা আরেকবার প্রমাণ করে দিয়েছেন পরিচালক উজ্জ্বল বসু।

প্রতিবেদন- পৌলমী হালদার


No comments