আসছে গা ছমছমে ভৌতিক থ্রিলার ছবি 'পঞ্চভুজ'
শুরু হতে চলেছে স্বল্পদৈর্ঘ্যের ছবি 'পঞ্চভুজ' এর শ্যুটিং। ডক্টর অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা এবং পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি। ফিলম্যাজিকের প্রযোজনায় এই ছবিটির সহকারী পরিচালনা করেছেন শুভম ঘোষ এবং সৃজিতা রানা। সংগীত পরিচালনা করেছেন সাহেব চক্রবর্তী। গানে রয়েছে হলিউডের ছোঁয়া। ছবির চিত্রনাট্য লিখেছেন সুজন দে। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সৃজিতা রানা, অয়ন দেবনাথ, সুনরিতা দে এবং ইন্দ্রনীল চৌধুরী।
এক অনবদ্য ভৌতিক ঘটনা নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। সাধারণত আমরা যে ধরণের ভৌতিক ছবি দেখে থাকি, এই ছবি তার থেকে একদমই আলাদা। ৪৬ মিনিটের এই ভৌতিক থ্রিলারটি একটি আত্মার পুনর্জন্মের উপর ফোকাস করে তৈরি হয়েছে। যে এই নশ্বর মহাবিশ্ব থেকে মুক্তি পাওয়ার জন্য একটি নশ্বর দেহের সাথে সংযোগ করার চেষ্টা করে। অনির্বাণ বোস, তার স্ত্রী অনুরাধা বোস, ছেলে অনুরূপ বোস এবং কন্যা শ্রেয়া বোসকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। ছবির তিনটি চরিত্র একটি 'প্ল্যানচেট' এর ব্যবস্থা করে। তারপর কি হলো জানতে হলে ছবি মুক্তির জন্য অপেক্ষা করতে হবে।
বাংলাতে স্বল্পদৈর্ঘ্যের ভৌতিক ছবি খুব কম নির্মিত হয়েছে। তবে বেশিরভাগ ছবিতে খুব একটা নতুনত্ব ছিল না। কিন্তু পঞ্চভুজ ছবিটি সম্পূর্ণ নতুনত্বে ভরা। ছবির এই নামটির মধ্যেই তার প্রমাণ রয়েছে। ছবিটি ঠিক কবে মুক্তি পাচ্ছে তা এখনো জানা যায়নি। খুব শীঘ্রই জানা যাবে ছবির মুক্তির তারিখ।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment