Header Ads

কলকাতার নেতাজী ভবন মেট্রো স্টেশন যেখানে সব দায়িত্ব মহিলাদের কাঁধেই


নারীর অর্ধেক আকাশ নয়। গোটা আকাশটা নারীর অধিকারে। কলকাতার নেতাজী ভবন মেট্রো স্টেশন যেখানে সব দায়িত্ব মহিলাদের কাঁধেই। মেট্রো রেলকে স্টেশন ছাড়ার সিগনাল দেওয়া থেকে যাত্রীদের টিকিট দেওয়া সব দায়িত্ব পালন করছেন মহিলারাই।


১৯৮৪ সালে প্রথম মেট্রো চালু হয় এসপ্ল্যানেড থেকে ভবানীপুর। কলকাতার বুকে সেই পথ চলা শুরু হয়েছিল মেট্রোর। সেদিনের ভবানী ভবন আজকের নেতাজী ভবন। এখন এই মেট্রো স্টেশনে সুপারিন্টেড, সাফাই কর্মী থেকে শুরু করে মালবাহকও একজন মহিলা। 

মহিলাদের দ্বারা পরিচালিত হওয়ায় সর্বদা নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে নারীদের কাছে নেতাজী ভবন মেট্রো স্টেশনের প্রাপ্তিতে বাড়তি নম্বর৷ যদিও কেবল মহিলারা নন কলকাতার সব নাগরিক মনেপ্রাণে বিশ্বাস করেন আমাদের কলকাতা শহরের গর্বের মেট্রো রেল যাত্রা ও প্রতিটি স্টেশন সবার জন্য অত্যন্ত নিরাপদ৷ নেতাজী ভবন মেট্রো স্টেশন মহিলাদের দ্বারা পরিচালিত হওয়ায় তা নারীশক্তিকে অনুপ্রেরণা জোগায়৷ 

আর আজ বলতে সত্যিই দ্বিধা নেই নারীর অর্ধেক আকাশ নয় নেতাজী ভবন মেট্রো স্টেশন সব দায়িত্ব কাঁধে নিয়ে গোটা আকাশ নারীর অধিকারে৷

প্রতিবেদন- অরুণাভ সেন


No comments