Header Ads

'ফাটাফাটি' তে বডি সেমিং ইস্যুতে লড়বেন ঋতাভরী চক্রবর্তী, সঙ্গী আবির চট্টোপাধ্যায়


নারীদের নিত্যনৈমিত্তিক জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। মেয়েদের চেহারা নিয়ে যেমন হাজারটা কথা শুনতে হয় তেমনই গায়ের রঙ নিয়েও বিস্তর কথা শুনতে হয়। কোনো মেয়ে রোগা হলে সমাজের লোকেরা তাকে বলে 'ইস তুই কী রোগা। তুই খাওয়াদাওয়া ঠিকমতো কর নাহলে ভালো পাত্র জুটবে না।' কেউ মোটা হলে তাকে বলে 'বাপরে তুই কী মোটা হয়েছিস। চর্বি তো শরীরে একেবারে ঝুলে পড়ছে। একটু ডায়েটিং কর'। কারও গায়ের রঙ কালো হলে তাকে ব্যঙ্গ করে বলে 'ইস মেয়েটি কালো। যেন পুরো ব্ল্যাকজাপান'। মেয়েদের মোটা, রোগা, কালো প্রভৃতি দৈহিক বিবরণ নিয়ে কটুক্তির যেন অন্ত নেই। এই জিনিসগুলোকে সহজভাবে বলা হয় 'বডি সেমিং'। আন্তর্জাতিক নারী দিবসে এই 'বডি সেমিং'-এর বিরুদ্ধে 'ফাটাফাটি' জবাব দিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সঙ্গী হিসেবে পেলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে। 


'ফাটাফাটি' আসলে পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের নতুন ছবি৷ শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের প্রযোজনায় উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে আসছে এই ছবি। 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' এবং 'বাবা বেবি ও' ছবির সাফল্যের পর অরিত্র মুখোপাধ্যায় এখন ব্যস্ত হয়ে পড়েছেন তাঁর পরবর্তী ছবি 'ফাটাফাটি'র জন্য। এই ছবির মাধ্যমে দ্বিতীয়বার উইন্ডোজের সঙ্গে জুটি বাঁধছেন আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী। উইন্ডোজের সঙ্গে ঋতাভরী চক্রবর্তীর প্রথম কাজ 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি',  একইসাথে আবির চট্টোপাধ্যায়ের উইন্ডোজের সঙ্গে প্রথম কাজ 'মনোজদের অদ্ভুত বাড়ি'। এদিক থেকে দেখতে গেলে দুজনেই উইন্ডোজের সঙ্গে দ্বিতীয়বার জুটি বাঁধছেন। 

তেলের আহমরি বিজ্ঞাপন, বুটিকের ম্যানেকুইন, জুয়েলার্সের বিজ্ঞাপন সর্বত্র নারীর চেহারা স্লিম হবে হবে; এমনটাই যেন অলিখিত নিয়ম হয়ে আসছে বহুযুগ ধরে। এই চিরাচরিত প্রথাকে ভেঙে গুড়িয়ে দেবে অরিত্র মুখোপাধ্যায়ের তৃতীয় ছবি 'ফাটাফাটি'। আন্তর্জাতিক নারী দিবসের দিন মুক্তি পায় এই ছবির অফিশিয়াল প্রোমো। যা দেখে আভাস মিলছে একজন স্বাস্থ্যবতী মডেলের ভূমিকায় দেখা যাবে ঋতাভরীকে। এই ছবির জন্য অনেকটা ওজন বাড়িয়েছেন তিনি। গত বছর দুটি বড় অস্ত্রোপচারের ঝক্কি সামলেছেন তিনি। আটমাসেরও বেশি সময় ধরে শয্যাশায়ী থাকতে হয় তাঁকে। ফলস্বরূপ শারীরিক ভাবে অসুস্থ থাকার পাশাপাশি মানসিকভাবেও অস্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে তাঁর অনেকটাই ওজন বাড়ে। পুজোর আগে একটি বিজ্ঞাপনে নিন্দুকদের ট্রোলিংয়ের শিকার হতে হয় তাঁকে। 
   
নতুন এই ছবির চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন জিনিয়া সেন। ছবির সংলাপ সাজিয়েছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। এপ্রিলেই ছবির শুটিং শুরু করবেন পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য ছবির অফিশিয়াল প্রোমো দেখার পর থেকেই দর্শকদের প্রত্যাশা বহুগুণ বেড়ে গিয়েছে এ ছবিকে ঘিরে। 

প্রতিবেদন- সুমিত দে


No comments