অবশেষে বাংলায় লেখা হলো ব্রিটেনের হোয়াইটচ্যাপেল রেলস্টেশনের নাম
ইংল্যান্ডের ব্যস্ততম রেলস্টেশন হলো হোয়াইটচ্যাপেল রেলস্টেশন। এটি পূর্ব লন্ডনে অবস্থিত। গত ফেব্রুয়ারী মাস থেকেই শোনা যাচ্ছিল এই রেলস্টেশনের নাম ইংরেজির পাশাপাশি লেখা হবে বাংলায়। সম্প্রতি এই স্টেশনের নাম লেখা হলো বাংলা অক্ষরে৷ এই প্রথমবার ইংল্যান্ডের কোনো রেলস্টেশনের নাম লেখা হলো বাংলা ভাষায়। যা এককথায় বলতে গেলে ইংল্যান্ডের বাঙালি কমিউনিটির একটি অনন্য সাফল্য। বিশ্বব্যাপী বাংলা ভাষা প্রচারে এ এক নতুন মাইলস্টোন।
গত ১৭ ই ডিসেম্বর শ্যাডওয়েলের বাসিন্দা আবদুল কাইয়ুম চৌধুরী একটি চিঠি লিখেন লন্ডনের মেয়র, টাওয়ার হ্যামলেটসের মেয়র, স্থানীয় এমপিসহ ট্রান্সপোর্ট ফর লন্ডনে। চলতি বছরের ১৭ ই ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে ট্রান্সপোর্ট ফর লন্ডনের একজন মুখপাত্র জেরি হোয়াইট একটি চিঠি লিখে জানিয়েছিলেন, আবদুল কাইয়ুম চৌধুরীর লেখা চিঠিসহ আরও বিভিন্ন জায়গা থেকে একই দাবি উত্থাপিত হয়েছে। এরপর ট্রান্সপোর্ট ফর লন্ডন ইংরেজির পাশাপাশি বাংলায় স্টেশনের নাম লেখার প্রয়োজনীয়তা নিয়ে সম্ভাব্যতা যাচাই করে। তারা সব পর্যায়ের কাজ শেষ করে শেষমেশ হোয়াইটচ্যাপেল স্টেশনে ইংরেজির পাশাপাশি বাংলায় স্টেশনের নাম লেখার সিদ্ধান্ত নেয়।
হোয়াইটচ্যাপেল শহরে প্রচুর পরিমাণে বাঙালি বসবাস করেন। যার সিংহভাগ বাংলাদেশের বাসিন্দা। যারা রাজনৈতিক ভাবে খুবই সক্রিয় এই শহরে। হোয়াইটচ্যাপেলের জনসংখ্যার মোট ৩২ শতাংশ বাঙালি। অর্থাৎ হোয়াইটচ্যাপেলে বাঙালির এক আলাদা গুরুত্ব রয়েছে। ট্রান্সপোর্ট ফর লন্ডন এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আর্থিক সহযোগিতায় স্টেশনটিতে বাংলায় নাম লেখা হয়েছে। ১৮৭৬ সালে গড়ে ওঠা বর্তমানে বিশ্বমানের এই স্টেশন দিয়ে নিত্য হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। ফলে স্টেশনের নাম বাংলা ভাষায় হওয়ায় বাংলা ভাষার সম্মানে আরও একটি পালক যোগ হলো। এমনকি উন্নত বহুজাতিক পরিমণ্ডলে পরিচিতি লাভ করলো বাংলা বর্ণমালা।
ইংল্যান্ডের বাঙালি কমিউনিটির এই অর্জনের নেপথ্যে যাদের অবদান বেশি তাঁরা হলেন লন্ডনের মেয়র সাদেক খান ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস ও গ্রেটার লন্ডন অ্যাসেম্বলির মেম্বার উন্মেষ দেশাই। এছাড়াও টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলররা এবং কমিউনিটির নেতানেত্রীসহ সবার প্রচেষ্টার ফলে স্টেশনের নাম বাংলায় লেখা সম্ভব হয়েছে।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment