বিশ্বের সর্বোচ্চ মূল্যের গল্ফ টুর্নামেন্টে দ্বিতীয় হলেন বাঙালি গল্ফার অনির্বাণ লাহিড়ী
ভারতীয় গল্ফের ইতিহাসে এক সুবর্ণ অধ্যায়ের সূচনা করলেন বাঙালি গল্ফ তারকা অনির্বাণ লাহিড়ী। বিশ্বের সর্বোচ্চ পুরস্কার মূল্যের গল্ফ টুর্নামেন্ট 'প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপ'-এ দ্বিতীয় স্থান অর্জন করলেন তিনি৷ মাত্র অল্পের জন্য ট্রফি হাতছাড়া হলো তাঁর৷ বিশ্বের একাধিক নামি গল্ফার এই টুর্নামেন্টে বিজয়ী হয়েছেন৷ সেই তালিকায় নাম রয়েছে টাইগার উডস থেকে শুরু করে গ্রেগ নরম্যানের মতো বিশ্বের একাধিক তারকা গল্ফারের।
প্লেয়ার্স টুর্নামেন্টে বিজয়ী হলেন অস্ট্রেলিয়ার ক্যামেরন স্মিথ। এই টুর্নামেন্টে পুরস্কার অর্থ বিশ্বের সর্বোচ্চ। এতে মোট ১৫০ কোটি টাকার পুরস্কার থাকে। অনির্বাণ লাহিড়ী দ্বিতীয় স্থানে থেকে জিতেছেন সাড়ে ১৬ কোটি টাকা। এই টুর্নামেন্টে দ্বিতীয় হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, "আমি খুব হালকা অনুভব করছি। গত দুই বছরে আমি খুব খারাপ খেলেছি। এই টুর্নামেন্ট আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে।"
চলতি সপ্তাহে গল্ফার হিসেবে তাঁর বিশ্ব র্যাঙ্কিং ছিল ৩২২। যেখান থেকে এই টুর্নামেন্টে তাঁর রানার আপ হওয়া একেবারেই সহজসাধ্য ব্যাপার ছিল না। অনির্বাণ লাহিড়ীই একমাত্র গল্ফার যার পারফরম্যান্স এখন পর্যন্ত ভারতের সেরা পারফরম্যান্স। এই টুর্নামেন্ট গল্ফের প্রতি তাঁর আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। যার ফলে তাঁর গল্ফ কেরিয়ারে যথেষ্ট উন্নতি ঘটাবে৷ এই টুর্নামেন্টে রানার আপের মধ্য দিয়ে তিনি অন্ততপক্ষে পঞ্চাশ ধাপ উপরে উঠে আসতে পারেন। তিনি সাত বছর যাবৎ গল্ফ সার্কিটে রয়েছেন। কিন্তু এখনও ফিনিশিং লাইনের বাধা অতিক্রম করতে পারেননি। এবার তাঁর কাছে ফিনিশিং লাইন অতিক্রম করার সুযোগ এসেছিল তবে অল্পের জন্য হার মানতে হয় তাঁকে। খেলার শেষ রাউন্ডে এগিয়ে থেকেও জয়ের মুখ দেখা হয়নি তাঁর।
অনির্বাণ লাহিড়ী আরো বলেন, "এই টুর্নামেন্টে নিশ্চয় বিজয়ী হতে পারতাম। আমার কাছে বেশ ভালো একটা সুযোগও ছিল। কয়েকটি এমন ভুল করেছি, যেগুলো এড়ানো যেত৷ তবে এটাই গল্ফ।" প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালে টোকিও অলিম্পিকে গল্ফে ভারতের হয়ে তিনি প্রতিনিধিত্ব করেন।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment