শূন্য রানে সাত উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন বাংলার অরিত্র চট্টোপাধ্যায়
বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন বাংলার মেয়ে ঝুলন গোস্বামী। বাঙালির জন্য এই মন ভালো করা সংবাদের মাঝেই এলো আরো একটি সুখবর। পুরুষদের ক্রিকেটে অনবদ্য রেকর্ড তৈরি করলেন বাংলার অরিত্র চট্টোপাধ্যায়। শূন্য রানে মাত্র ২ ওভারে ৭ টি উইকেট নিয়ে সাড়া ফেলে দিয়েছেন তিনি। ক্রিকেট বিশ্বে এমন অনন্য নজির সচরাচর দেখা যায় না। শুধু তাই নয়, ষোলোটি বল করে হ্যাটট্রিক করার পাশাপাশি জোড়া মেডেন ওভার সহ এই রেকর্ড গড়েছেন তিনি।
বর্তমানে বাংলার ক্রিকেট দলে অরিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে বহু প্রতিভাবান ক্রিকেটারের আবির্ভাব ঘটেছে। রঞ্জি ট্রফিতেও দূর্দান্ত পারফরম্যান্স রাখছে বাঙালি ক্রিকেটাররা। ভারতীয় দলেও এখন দু'একজন বাঙালি ক্রিকেটার খেলছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো বাঙালি ক্রিকেটাররা নিজেদের দক্ষতা প্রমাণ করা সত্বেও আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে জায়গা পাচ্ছে না। মাঝেমধ্যে রঞ্জি ট্রফিতেও বাঙালি ক্রিকেটারদের বঞ্চনার অভিযোগ সামনে আসছে। এতকিছুর পরও মাটিতে দাঁত কামড়ে লড়ে যাচ্ছেন বাঙালি ক্রিকেটাররা।
সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে অল ইন্ডিয়া সিভিল সার্ভিস টুর্নামেন্ট। যে টুর্নামেন্টে সদ্য আরএসবি রায়পুরের মুখোমুখি হয়েছিল আরএসবি কলকাতা। যে ম্যাচে বোলিং-এ আগুনঝরানো পারফরম্যান্স রাখলেন অরিত্র চট্টোপাধ্যায়। তাঁর বিধ্বংসী স্পিনে ৮.৪ ওভারে মাত্র ১৯ রানেই হার মানতে হয় আরএসবি রায়পুরকে।
অরিত্র চট্টোপাধ্যায় বাইশ গজের ময়দানে লুথার নামেই বেশি পরিচিত। বাঁ হাতি এই স্পিনারের দাপটে সহজ জয় পেল আরএসবি কলকাতা। এতবড় একটা রেকর্ড গড়ার পরও তাঁর বিশ্বাস হয়নি যে তিনি এমন একটা রেকর্ড গড়েছেন। তিনি তাঁর বন্ধুদের মুখেই শুনেছেন তাঁর বিশ্বরেকর্ডের কথা। তিনি এজি বেঙ্গলের চাকরি করেন। তিনি এখন ক্লাব স্তরের ক্রিকেটে কালীঘাটের হয়ে খেলেন। বিশ্বরেকর্ড গড়ার পরও তাঁর আক্ষেপ বাংলা দলে সুযোগ না পাওয়া।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment