Header Ads

সর্বপ্রথম বাংলার মাটিতে নারায়ণ দেবনাথের মূর্তি স্থাপন করতে চলেছে বাংলা পক্ষ


নারায়ণ দেবনাথ বাংলার এক কিংবদন্তি কমিক্স শিল্পী। যিনি আমাদের শৈশবকে নানান কমিকসের ভিড়ে ভরিয়ে দেন। 'নন্টে-ফন্টে', 'হাঁদা ভোঁদা', 'বাঁটুল দি গ্রেটে'র মতো অসাধারণ সৃষ্টি প্রায় সব বাঙালির পছন্দ। তিনি আর কেউ নন, তিনি আমাদের সবার প্রিয় ব্যক্তি নারায়ণ দেবনাথ। এক বছর আগেই 'বাঁটুল দি গ্রেট', 'হাঁদা ভোঁদা' ও 'নন্টে-ফন্টে' অর্ধশতাব্দী অতিক্রম করে। 


নারায়ণ দেবনাথের ছেলেবেলার আইকন ছিলেন হলিউড সিনেমার 'টারজান।' তিনি ছেলেবেলা থেকে স্বপ্ন দেখতেন বড়ো হয়ে একজন বডিবিল্ডার কিংবা গায়ক হবেন। যদিও ১৯৪০ সালে তিনি ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে ফাইন আর্টসে প্রশিক্ষণ নিয়ে তিনি বেছে নেন বাণিজ্যিক গ্রন্থ অলংকরণ শিল্পীর জীবিকা। তাঁর প্রথম কমিকস আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত বিমল ঘোষের কাহিনী অবলম্বনে রবীন্দ্রজীবনী 'রবি ছবি'। এরপর তিনি একে একে নিয়ে আসেন 'হাঁদা ভোঁদা', 'বাঁটুল দি গ্রেট', 'শুঁটকি আর মুটকি', 'পটলচাঁদ, 'নন্টে-ফন্টে', 'কৌশিক রায়', 'বাহাদূর বেড়াল', 'ডানপিটে খাঁদু', 'কেমিক্যাল দাদু', 'বটুকলাল' এর মতো জনপ্রিয় কমিকস্ চরিত্র।  

পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তাঁর লেখা ও আঁকা কমিক্স সব বয়সের বাঙালিকে মাতিয়ে রেখেছে। কমিক স্ট্রিপ ছাড়াও তিনি শিশু-কিশোরদের উপন্যাসও অলঙ্করণ করেছেন। বিশ্বের দীর্ঘতম কমিক স্ট্রিপ হিসেবে তাঁর 'হাঁদা ভোঁদা' বিশ্বরেকর্ড করেছিল। 

কদিন আগেই তিনি পরলোক গমন করেন। তাঁকে প্রাপ্য সম্মান ও শ্রদ্ধা জানাতে তৈরি হতে চলেছে তাঁর মূর্তি। সর্বপ্রথম বাংলার মাটিতে অমর বাঙালি শিল্পী বাঁটুল দি গ্রেট, হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টের স্রষ্টা নারায়ণ দেবনাথের মূর্তি স্থাপন করতে চলেছে ভারতে বাঙালির জাতীয় সংগঠন বাংলা পক্ষ। নারায়ণ দেবনাথের মূর্তি গড়ার জন্য বাংলা পক্ষের তরফে নারায়ণ দেবনাথের ছেলে তাপস দেবনাথকে একটি চিঠি পাঠানো হয় নারায়ণ দেবনাথ মহাশয়ের মূর্তি গড়ার অনুমতির জন্য। সেই চিঠির ভিত্তিতে তাপস দেবনাথ বাংলা পক্ষকে তার বাবা নারায়ণ দেবনাথের মূর্তি স্থাপনের লিখিত অনুমতি দিলেন। মূর্তি গড়ার অনুমোদনের জন্য বাংলা পক্ষের তরফে পশ্চিমবঙ্গ সরকার ও হাওড়া জেলা প্রশাসনের কাছেও চিঠি পাঠানো হচ্ছে। 

নারায়ণ দেবনাথ একজন মহান বাঙালি ব্যক্তিত্ব। বাংলার কমিকস জগতের এমন কিংবদন্তি আর দুটো নেই৷ তাঁর মূর্তি স্থাপন হলে তিনি প্রাপ্য সম্মান পাবেন। বাঙালির ভবিষ্যৎ প্রজন্মের কাছেও তিনি উজ্জ্বল আইকন হয়ে বেঁচে থাকবেন। বাংলা পক্ষের এমন অসাধারণ উদ্যোগে যথেষ্ট খুশী নারায়ণ দেবনাথের অনুরাগীরা৷

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments