বাঙালি কোম্পানি লুনা টায়ার্সের পঞ্চাশ বছরের সফলতা বাঙালির ব্যবসাকে পথ দেখায়
এমন কোনো ব্যবসা নেই যে ব্যবসায় বাঙালি পা রাখেনি। বিভিন্ন ধরণের খুচরো ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, মেশিনারি দ্রব্য, মেডিসিন, ঔষধজাত দ্রব্য ও ই-রিক্সা তৈরিতে বাঙালি কোম্পানি গুলোর সুনাম সর্বজনবিদিত।
পয়েন্টো, জিকে রিক্সা, বাটারফ্লাই, প্লডিট, হুগলি মোটরসের মতো বিখ্যাত বাঙালি কোম্পানিগুলো যেমন বাংলার ব্যবসার নতুন দিন নিয়ে আসছে সেরকমই বাংলার পুরানো কোম্পানিগুলিও পিছিয়ে নেই।
প্রায় পঞ্চাশ বছরের পুরানো কোম্পানি লুনা টায়ার্স বাঙালির ব্যবসাগুলোর মধ্যে অন্যতম। বর্তমানে এই কোম্পানির মালিক হলেন অমৃতা ঘোষ ও অজয় কুমার ঘোষ। সাইকেল, ই-রিক্সা, স্কুটারের চাকা বানিয়ে থাকে লুনা টায়ার্স। ১৯৭৩ থেকে এই কোম্পানির ইতিহাস বাঙালিকে ব্যবসার পথ দেখায়। বর্তমানে বছরে প্রায় ২৫ কোটির ব্যবসা করে থাকে লুনা টায়ার্স। এক সময় রেডিওতে এই কোম্পানির বিজ্ঞাপন অতিরিক্ত মাত্রায় শোনা যেত।
এই টায়ারের কোয়ালিটি আর পাঁচটা কোম্পানির চেয়ে যথেষ্ট ভালো হয়ে থাকে। কোম্পানি সেভেন স্টার রেটিং এর চাকা বিজ্ঞাপনে দিয়ে থাকে। সাইকেলের পাশাপাশি ই-রিক্সার চাকা তৈরির কারণে বর্তমানে এই কোম্পানির বিক্রি বহু গুণ বেড়ে গেছে।
১৯৭৩ সাল থেকেই সারা ভারতে নাইলন দিয়ে তৈরি টায়ারের পথপ্রদর্শক ছিল লুনা টায়ার্স। বাঙালির বর্তমান ও অতীত চিরকালেই ব্যবসার সঙ্গে সম্পর্ক জড়িয়ে রয়েছে। তাই যদি কেউ বলেন 'বাঙালি ব্যবসা পারেনা' তাহলে এটাই বলতে হয় যে 'হয় তিনি বাঙালির সম্পর্কে জানেন না বা বাঙালির বর্তমান ব্যবসা সম্পর্কে তার কোনো ধারণা নেই'।
প্রতিবেদন- অমিত দে
Post a Comment