Header Ads

ফাগুয়ারাতে সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে ইউনাইটেড এসসি


পাঞ্জাবের ফাগুয়ারাতে চলছে AIFF স্বীকৃত সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্ট অল ইন্ডিয়া প্রিন্সিপাল হরভজান সিং ফুটবল টুর্নামেন্ট মহিলপুর। যেখানে বাংলার দল হিসেবে অংশ নিয়েছে ইউনাইটেড এসসি। এই প্রতিযোগিতায় ভারতের নানান প্রান্তের শক্তিশালী ফুটবল দলগুলো অংশ নিয়েছে। ইউনাইটেড এসসির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফুটবল টুর্নামেন্টটি। গত ২৫ শে ফেব্রুয়ারী ছিল ইউনাইটেড এসসির প্রথম ম্যাচ। যে ম্যাচে ২-০ গোলে জয়লাভ করে ইউনাইটেড এসসি।


প্রথম ম্যাচে তাঁরা মুখোমুখি হয়েছিল দলবীর এফসি পাটিয়ালা ক্লাবের সাথে। ইউনাইটেড এসসির সকল খেলোয়াড় সবরকম প্রস্তুতি নিয়ে জেতার লক্ষ্যে মাঠে নামেন। খেলার শুরুতেই টানটান উত্তেজনা আরম্ভ হয় ইউনাইটেড এসসি শিবিরের মধ্যে। ম্যাচের প্রথমার্ধে ২২ মিনিটের মাথায় গোলপোস্টের জালে বল গলালেন গোলদাতা দীপঙ্কর টুডু৷ হাফটাইমের আগেই প্রতিপক্ষের মনোবল ভেঙে দেয় ইউনাইটেড এসসি। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে আরেকটি গোল দিয়ে বসলেন বিদেশি স্ট্রাইকার ডেভিস। দীপঙ্কর ও ডেভিসের পায়ের জোরে প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নেয় ইউনাইটেড এসসি। 

গত ২৬ শে ফেব্রুয়ারী ছিল তাঁদের দ্বিতীয় ম্যাচ, যদিও বৃষ্টির কারণে ম্যাচটি অনুষ্ঠিত হলো ২৭ শে ফেব্রুয়ারী। দ্বিতীয় ম্যাচে ইউনাইটেড এসসি মুখোমুখি হয়েছিল ইয়ং এফসি মহিলপুরের সঙ্গে। এই ম্যাচে দূর্দান্ত পারফরম্যান্স দেখালো বাংলার এই ক্লাব। ইয়ং এফসি মহিলপুরকে ৩-০ গোলে পরাস্ত করে সেমিফাইনালে পৌঁছে গেল ইউনাইটেড এসসি। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে অসাধারণ জয় তাঁদের অনেকটাই অক্সিজেন জোগালো। এবার লক্ষ্য ফাইনালে ওঠা। 

ইউনাইটেড এসসির দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধের ৩৫ মিনিটে প্রথম গোলটি করেন ম্যাথিউ। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে দ্বিতীয়  গোলটি করেন ডেভিস এবং দ্বিতীয়ার্ধের ২৩ মিনিটে তৃতীয় গোলটি করেন ডেভিস। দুটো ম্যাচেই ডেভিস তাঁর অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছে। দ্বিতীয় ম্যাচে জয়ের মাধ্যমে সেমিফাইনালে পৌঁছে নিজেদের দলের প্রতি প্রবল আত্মবিশ্বাস বাড়লো বেগুনি ব্রিগেডের৷  
 
প্রতিবেদন- সুমিত দে


No comments