ফাগুয়ারাতে AIFF স্বীকৃত সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে ইউনাইটেড এসসি
এই মুহূর্তে বাংলার এক সম্ভাবনাময় ফুটবল দল হলো ইউনাইটেড স্পোর্টস ক্লাব। যে ফুটবল ক্লাবের অন্যতম কর্মকর্তা হলেন নবাব ভট্টাচার্য। বাংলার ফুটবলকে আলাদা উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য লড়াই করছে এই ক্লাব। তাঁরা বিভিন্ন জেলার প্রত্যন্ত গ্রামে গিয়ে ফুটবলের ট্যালেন্ট হান্ট করে একঝাঁক বাঙালি ফুটবল প্রতিভা তুলে এনেছেন। পরে সদস্য, সমর্থকদের আর্থিক সাহায্য নিয়ে বা ক্রাউড ফান্ডিং করে নির্দিষ্ট প্রজেক্ট যে সফল করা যায় তা ভারতীয় ফুটবলে প্রথম করে দেখিয়েছে ইউনাইটেড এস সি। ২০১৫ সালে ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল এই ক্লাব।
এই ক্লাবের কর্মকর্তাদের হাত ধরে ইউনাইটেড স্পোর্টস বাংলার ফুটবলকে দীশা দেখাচ্ছে। ইউনাইটেড এসসির মধ্যমণি হলেন এই ক্লাবের সেক্রেটারি অলোকেশ কুন্ডু, যাকে সকলে ময়দানের 'আলোদা' বলেই চেনেন। দলের আরেক প্রাণপুরুষ নবাব ভট্টাচার্য, যিনিও এই ক্লাবকে ক্রমশ শক্তিশালী করে তুলছেন। আলোদা-নবাব জুটির যুগলবন্দীতে একসময় আই লীগে খেলা ইউনাইটেড স্পোর্টস নতুন লক্ষ্য নিয়ে ধীর পায়ে এগিয়ে চলেছে।
ইউনাইটেড এসসি বিভিন্ন ইউরোপীয়ান অ্যাকাডেমির সঙ্গে গাঁটছড়া বাঁধারও প্রচেষ্টা চালাচ্ছে৷ যেখানে একবার যুক্ত হতে পারলে এই ক্লাবের প্রতিশ্রুতিবান ফুটবলাররা বিশ্বমানের প্রশিক্ষণের সুযোগ পেতে পারে। এছাড়াও তাদের অ্যাকাডেমি থেকে বেরোনো তরুণ এবং ভালো ভালো ফুটবলাররাও ইউনাইটেড স্পোর্টস ক্লাবের হয়ে কলকাতা লীগেও খেলতে পারে। এমনকি কোচদের প্রশিক্ষণ ও আধুনিক ফুটবলের অন্যান্য সুযোগগুলিও ইউনাইটেড এসসির ফুটবলারদের সামনে খুলে যাবে। সেই উদ্দেশ্যেই তাঁরা ইতালির বিখ্যাত ক্লাব পেশকারা এফসির সাথে যোগাযোগ করে। ইউনাইটেড এসসির ডাকে সাড়া দিয়ে সপ্তাহখানেক আগে তাঁদের পরিকাঠামো খতিয়ে দেখতে কল্যাণীতে পা রাখেন পেশকারা এফসির প্রাক্তন ফুটবলার মারিও ফেরি, যাকে তাঁর অনুগামীরা 'ইল ফালকো' নামেই বেশি চেনেন।
এসবের মাঝেই আবারও সুখবর এলো ইউনাইটেড এসসি শিবির থেকে। সামনেই এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এই ক্লাব। পাঞ্জাবের ফাগুয়ারাতে AIFF স্বীকৃত সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্ট অল ইন্ডিয়া প্রিন্সিপাল হরভজান সিং ফুটবল টুর্নামেন্ট মহিলপুরে অংশ নিতে চলেছে ইউনাইটেড এসসি। যে টুর্নামেন্টটি লীগ কাম নক আউট পদ্ধতিতে হবে। এই প্রতিযোগিতায় দেশের নানান প্রান্তের শক্তিশালী ফুটবল দলগুলো অংশগ্রহণ করবে। যেখানে খেলতে নামা নিঃসন্দেহে প্রতিটি দলের কাছে এক বড় চ্যালেঞ্জ।
আগামী ২৫ শে ফেব্রুয়ারী মাঠে নামবে ইউনাইটেড এসসি। প্রথম ম্যাচে তাঁরা মুখোমুখি হবে দলবীর এফসি পাটিয়ালা ক্লাবের সাথে। ইউনাইটেড এসসির সকল খেলোয়াড় মানসিক ভাবে প্রস্তুত রণাঙ্গনে লড়াইয়ের জন্য। এই টুর্নামেন্ট জিততে পারলে এ ক্লাবের এক নতুন দিগন্তের উন্মোচন হবে।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment