Header Ads

বন্ধুত্বের নস্টালজিয়ায় ডুব দিতে ১৮ ই ফেব্রুয়ারী হলে গিয়ে দেখুন 'আবার বছর কুড়ি পরে'


আগামী শুক্রবার অর্থাৎ ১৮ ই ফেব্রুয়ারী সকল বাঙালি দর্শকদের চোখ থাকুক সিনেমাহলের পর্দায়৷ কারণ এই বিশেষ দিনটিতে মুক্তি পাচ্ছে বাংলা ছবি 'আবার বছর কুড়ি পরে'।যে নামটির মধ্যেই একটি স্মৃতিচারণের ব্যাপার রয়েছে। ছবির এই নামটির সঙ্গে জড়িয়ে আছে এক অন্যরকম আবেগ৷ কুড়িটা বছরে মানুষের জীবনে অনেক পরিবর্তন আসে। কুড়ি বছর আগে যে বন্ধুর সাথে সম্পর্ক তৈরি, কুড়ি বছর সেই বন্ধুত্বের সমীকরণ বহুগুণ বদলে যায়। আবার অনেক বন্ধুত্ব মৃত্যুর আগের দিন পর্যন্তও মানুষের জীবনে থেকে যায়। এই ছবি বন্ধুত্বের এক আলাদা সংজ্ঞা দিতে চলেছে। 


'আবার বছর কুড়ি পরে' আসলে চার স্কুলবন্ধুদের রিইউনিয়নের গল্প৷ কুড়ি বছর পর এক জায়গায় দেখা হচ্ছে পুরানো বন্ধুদের। অরুণ, বনি, নীলা ও দত্তা, যারা সকলেই ভিন্ন ভিন্ন শহরের বাসিন্দা। তাদের সকলের একসাথে দেখা হওয়ার পর আবার যেন ফিরে আসতে থাকে হারিয়ে যাওয়া ছোটবেলা। ধূসর রঙে মলিন হওয়া শৈশব যেন জীবন্ত হয়ে উঠবে তাদের পুনর্মিলনে। এরকমই এক ভিন্ন স্বাদের গল্প বলেছেন পরিচালক শ্রীমন্ত সেনগুপ্ত। 

এ ছবির অনেকগুলো বিশেষত্ব রয়েছে। প্রথমত ছবির গল্পে নতুনত্ব রয়েছে। দ্বিতীয়ত ছবিতে একঝাঁক দক্ষ তারকা রয়েছেন, যাদের অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই। তৃতীয়ত এ ছবির গান ছবিকে এক অন্য মাত্রা দেবে। চতুর্থত ছবির লোকেশন, চিত্র নির্ধারণ ও কালার গ্রেডিং-ও এক অন্যরকম হতে চলেছে। ট্রেলারটি একঝলক দেখার পর ও সমস্ত গান শোনার এই চারটি প্রধান বিশেষত্বই চোখে পড়েছে।  

ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ ও তনুশ্রী চক্রবর্তী। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সুমন্ত মুখোপাধ্যায়, আর্য দাশগুপ্ত, স্বপ্না বসু, রাজর্ষি নাগ, তনিকা বসু, দিব্যশা দাস, পুশন দাশগুপ্ত ও আরো অনেকে। 

পিএসএস এন্টারটেইনমেন্ট এবং প্রোমোদ ফিল্মসের প্রযোজনায় নির্মিত 'আবার বছর কুড়ি পরে' ছবিতে নব্বইয়ের দশকের শেষের কলকাতার প্রেক্ষাপট, স্কুলের বন্ধুবান্ধব ও নস্টালজিয়া প্রভৃতি নানান টুইস্ট রয়েছে। ছবির ট্রেলার দেখে স্পষ্ট যে এ ছবি একবার দেখার পর কিছুক্ষণের জন্য আবেগে ভাসবেন বেশিরভাগ দর্শক।  

'আবার বছর কুড়ি পরে' ছবির সঙ্গীত পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য।  রূপঙ্কর বাগচী, রূপম ইসলাম,  সিধু, পটা, অন্বেষা, লগ্নজিতা চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, রণজয় ভট্টাচার্য ও শাওনী মজুমদারের মতো একঝাঁক শিল্পীর সুরেলা কণ্ঠে  ইতিমধ্যেই জমে উঠেছে ছবির গান। 'আবার বছর কুড়ি পরে' ছবিতে মোট পাঁচটি গান রয়েছে। সুরকার-গায়ক রণজয় ভট্টাচার্য এক নতুন ধরণের মিউজিক বাঙালি শ্রোতাদের উপহার দিয়েছেন ছবিতে। যত দিন যাচ্ছে তিনি নিজের ইমেজকে ভেঙে নতুন করে তৈরি করছেন। বাংলা গানের জগতকে নিজস্ব ক্যারিশমাতে তিনি সমৃদ্ধ করে চলেছেন।  

পিএসএস এন্টারটেইনমেন্টের প্রথম ছবি 'সোয়েটার' দর্শকদের মনে দারুণভাবে দাগ কেটেছিল৷ তবে এই ছবি দর্শকদের মনে কতটা দাগ কাটবে তা সময়ই বলবে। এ ছবির ভবিষ্যৎ এখন পুরোটাই নির্ভর করছে দর্শকদের ওপর। আমরা চাই এ ছবি সফল হোক৷ তাই সকল বাঙালি দর্শকদের কাছে অনুরোধ আপনারা হলে গিয়ে শুক্রবার দেখে আসুন 'আবার বছর কুড়ি পরে'। 

প্রতিবেদন- সুমিত দে


No comments