এক টাকায় মাছ-ভাত! অভিনব উদ্যোগে সামিল সিউড়ির 'টাইগার সেবা সংঘ'
বীরভূমের সিউড়িতে বেশ কিছু মানুষের অভাব নিত্যসঙ্গী। তিন বেলা পেটপুরে খাওয়ার টাকা পর্যন্ত জোটেনা তাদের। প্রতিটা দিন অনাহার সঙ্গে নিয়ে লড়াই করে বেঁচে থাকতে হয় তাদের দুমুঠো ভাতের জন্য। অনেক মানুষকে রাস্তাঘাট ভিক্ষাবৃত্তি করেও জীবনযাপন করতে দেখা যায়। এই সকল মানুষদের দুর্দিনে তাদের পাশে দাঁড়ালেন একদল যুবক। সিউড়ির একের পল্লী এলাকায় দশ থেকে বারোজন যুবক মিলে তৈরি করেছেন 'টাইগার সেবা সংঘ' নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। যাদের তরফে একটি আশ্রমের মতো জায়গা বানানো হয়েছে। যেখানে তাঁরা আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য দুপুরে পেটপুরে খাওয়া-দাওয়ার আয়োজন করেছেন।
গত শুক্রবার উদ্বোধন হয়েছে এই মানবিক উদ্যোগের। প্রথমদিনই মোট একশোজনের খাবারের ব্যবস্থা করা হয়। খাবারের মেনুতে রাখা হয়েছে ভাত, ডাল, তরকারি, মাছ, চাটনি, পাঁপড় ইত্যাদি। সংস্থার তরফে জানানো হয়েছে, বর্তমানে বহু মানুষের আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণে অনেকেই নিদারুণ কষ্টে দিন অতিবাহিত করছেন৷ তাদের কথা মাথায় রেখেই এই বিশেষ মধ্যাহ্নভোজনের উদ্যোগ নিয়েছেন তাঁরা।
সপ্তাহের প্রতি শুক্রবার আয়োজন করা হবে এই মধ্যাহ্নভোজন। মাত্র এক টাকার বিনিময়ে দেওয়া হবে ভাত, ডাল, মাছ ও সব্জী। আর্তপীড়িত মানুষজন তৃপ্তি করে প্রতি শুক্রবার ভাত-ডাল-মাছ পাবেন এখানে। টাইগার সেবা সংঘের অভিনব এই উদ্যোগের খুবই প্রশংসা করছেন এলাকা ও তার আশেপাশের মানুষজন। তারাও সকলে মিলে সাহায্যের আশ্বাস জোগাচ্ছেন এই স্বেচ্ছাসেবী সংস্থাকে। এমন মানবিক উদ্যোগ যাতে থেমে না যায় তার জন্যও সবরকম সহযোগীতা করতে রাজী হয়েছেন এলাকার বেশ কিছু মানুষজন।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment