ইংল্যান্ডের হোয়াইটচ্যাপেল রেলস্টেশনের নাম লেখা হচ্ছে বাংলায়
বিশ্বের বিভিন্ন দেশেই বাংলা ভাষার প্রসার ঘটছে। এর অন্যতম কারণ হলো পৃথিবীর প্রায় সব প্রান্তেই বাঙালিরা কর্মসূত্রে বসবাস করেন। বাঙালির কাছে ফেব্রুয়ারী মানেই হলো ভাষার মাস। যে মাসে লন্ডন থেকে এলো বাংলা ভাষার জন্য সুখবর। লন্ডনের হোয়াইটচ্যাপেল রেলস্টেশনের নাম ইংরেজির পাশাপাশি লেখা হবে বাংলায়। এই স্টেশনে সবচেয়ে বেশি বাঙালি যাতায়াত করে থাকেন। সম্প্রতি পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল আন্ডারগ্রাউন্ড স্টেশনটি নতুন করে নির্মাণ করে চালু করা হয়েছে। এখান থেকেই সংযুক্ত হবে ক্রস রেল।
হোয়াইটচ্যাপেল শহরে প্রচুর পরিমাণে বাংলাদেশের বাঙালি বসবাস করেন। যারা রাজনৈতিক ভাবে খুবই সক্রিয় এই শহরে। হোয়াইটচ্যাপেলের জনসংখ্যার মোট ৩২ শতাংশ বাঙালি। অর্থাৎ হোয়াইটচ্যাপেলে বাঙালির এক আলাদা গুরুত্ব রয়েছে।
গত ১৭ ই ডিসেম্বর শ্যাডওয়েলের বাসিন্দা আবদুল কাইয়ুম চৌধুরী একটি চিঠি লিখেন লন্ডনের মেয়র, টাওয়ার হ্যামলেটসের মেয়র, স্থানীয় এমপিসহ ট্রান্সপোর্ট ফর লন্ডনে। চলতি বছরের ১৭ ই ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে ট্রান্সপোর্ট ফর লন্ডনের একজন মুখপাত্র জেরি হোয়াইট একটি চিঠি লিখে জানান, আবদুল কাইয়ুম চৌধুরীর লেখা চিঠিসহ আরও বিভিন্ন জায়গা থেকে একই দাবি উত্থাপিত হওয়ায় ট্রান্সপোর্ট ফর লন্ডন ইংরেজির পাশাপাশি বাংলায় স্টেশনের নাম লেখার প্রয়োজনীয়তা নিয়ে সম্ভাব্যতা যাচাই করেছে। তারা সব পর্যায়ের কাজ শেষ করে হোয়াইটচ্যাপেল স্টেশনে ইংরেজির পাশাপাশি বাংলায় স্টেশনের নাম লেখার সিদ্ধান্ত নিয়েছে।
এই প্রথমবার ইংল্যান্ডের কোনো রেলস্টেশনের নাম লেখা হবে বাংলায়। লন্ডনের ভূমিপুত্র যারা এক বর্ণ বাংলা পড়তে পারেন না, তাদের কাছেও বাংলা ভাষার শক্তি ও সামর্থ্যের কথা পৌঁছে যাবে। হোয়াইটচ্যাপেল রেলস্টেশনে বাংলা লিখলেও কোনো সমস্যা হবে না ব্রিটেনের অধিবাসীদের কারণ এই রেলস্টেশনে বাংলা লেখার মধ্য দিয়ে মূলত এখানকার বাঙালি অধিবাসীদের সম্মান জানানো হবে৷ লন্ডনের প্রথম কোনো রেলস্টেশনে বাংলা লেখার মাধ্যমে নতুন প্রজন্মের বাংলা ভাষার প্রতি আগ্রহ বাড়বে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের খরচে এই নাম লেখা হবে এমন শর্ত জুড়ে দিয়েই ট্রান্সপোর্ট ফর লন্ডন অনুমোদন দিয়েছে।
বাংলা ভাষার জন্য নিঃসন্দেহে এ এক বড় জয়। কেবল লন্ডনেই বাংলা ভাষা জয় পেল না, কদিন আগে ঝাড়খণ্ডের ২৬টি জেলার মধ্যে ১১ টি জেলাতে বাংলা ভাষাকে স্থানীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। এভাবেই বাংলা ভাষার জয় হোক সর্বত্র।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment