Header Ads

বাংলা সিনেমা 'রকস্টার' এ ক্যামিও করছে 'স্লিপিং পিলস দ্য ব্যান্ড'


এক রক শিল্পীর ওঠা-পড়া নিয়ে তৈরি হচ্ছে নতুন বাংলা ছবি 'রকস্টার'। বাংলার রক কালচার বা ব্যান্ড নিয়ে খুব বেশি ছবি এখনও পর্যন্ত তৈরি হয়নি। বাংলায় যে একটা বড় সংখ্যক রক প্রজন্ম আছে তাদের বহুদিনের স্বপ্ন ছিল বাংলা ব্যান্ড বা বাংলা রকের ওপর ছবি তৈরি হোক। এবার তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে 'রকস্টার' ছবির মাধ্যমে। তবে 'রকস্টার' বাংলার কোনো রকস্টারের জীবন নাকি কাল্পনিক কোনো রকস্টারের জীবনের ওপর নির্মিত হচ্ছে, এ ব্যাপারে কোনো কিছুই জানা যায়নি। ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এলেই 'রকস্টার'-এর আসল বিষয়বস্তু জানা যাবে।  


রকস্টার ছবিটি পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন যশ দাশগুপ্ত ও নুসরত ফারিয়া। এই প্রথমবার কোনো ছবিতে যশের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে নুসরত ফারিয়াকে। ছবিতে লম্বা চুল ঝাঁকিয়ে গিটার হাতে রক গাইতেও দেখা যাবে তাঁকে। ছবিতে থাকবে তাঁর নতুন লুক। যে লুকে এখনও পর্যন্ত কেউ দেখেনি তাঁকে। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। এ ছবির প্রযোজক অরিন্দম দাস৷  

'রকস্টার' ছবিটি একটি এক্সপেরিমেন্টাল ছবি হতে চলেছে। ছবির নামের সঙ্গে যেহেতু রক কথাটি জড়িয়ে আছে, তাই স্বাভাবিকভাবেই এ ছবির মিউজিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার দায়িত্বভার থাকছে প্রতীক কুণ্ডু আর অমিত-ঈশানের ওপর৷ এই ছবিতে ক্যামিও করছে বাংলা ব্যান্ড স্লিপিং পিলস। বড়পর্দায় এই প্রথমবার অভিনয় করতে দেখা যাবে স্লিপিং পিলস ব্যান্ডকে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৭ সালে কলকাতার কয়েকজন গানপাগল ছেলে মিলে তৈরি করেছিল 'স্লিপিং পিলস দ্য ব্যান্ড'। যারা বাংলার রক প্রজন্মকে 'আমি চিনি গো চিনি', 'বিদায়ের গান', 'সাজবে শহরে'র মতো বেশ কিছু গান উপহার দিয়েছে। 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments