Header Ads

"সন্ধ্যা মুখোপাধ্যায়কে অবলম্বন করে আমরাও কিন্তু এগিয়েছি"- স্মৃতিচারণায় সিধু


"এ লগন গান শোনাবার", গানে মোর কোন ইন্দ্রধনু", "কী মিষ্টি দেখো মিষ্টি", "এই পথ যদি না শেষ হয়", "মধুমালতি ডাকে আয়" আরো কত কত কালজয়ী গান রয়েছে তাঁর সুমিষ্ট কণ্ঠে। তিনি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। বাংলার কিংবদন্তি সঙ্গীত প্রতিভাদের কথা বললেই ভেসে আসে তাঁর নাম। বাংলার তথাকথিত স্বর্ণযুগ যাদের হাত ধরে এসেছিল তিনিও তার মধ্যে একজন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মূল্যায়ন করা বেশ কঠিন। উত্তম-সুচিত্রা জুটির ছবিতে সুচিত্রা সেনের লিপে তাঁর গান ছিল অত্যন্ত জনপ্রিয়। প্রজন্মের পর প্রজন্ম শুনে এসেছে তাঁর গাওয়া গান৷ তাঁকে ছায়াছবি ও আধুনিক গানের সম্রাজ্ঞীও বলা চলে। 


গতকাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সঙ্গীত মহল। তাঁর প্রয়াণে অবসান হলো একটা যুগের। কী মিষ্টি কণ্ঠ ছিল তাঁর। এক যুগ ধরে বাঙালি শ্রোতাদের গানে গানে মুগ্ধ করেছেন তিনি।

কিংবদন্তি সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্মৃতিচারণে স্মৃতি হাতড়ালেন ক্যাকটাস ব্যান্ডের গায়ক সিধু। তাঁকে স্মরণ করে তিনি লিটারেসি প্যারাডাইসকে জানালেন, "নব্বই দশকের মাঝামাঝি সময়ের কথা যদি বলি তখন ক্যাকটাস তৈরি হয়ে গেছে। কিন্তু আমাদের অ্যালবাম রিলিজ করেনি। ১৯৯২ সালে ক্যাকটাস তৈরি হয়ে ১৯৯৯ সালে আমাদের প্রথম অ্যালবাম রিলিজ হয়। ১৯৯২ থেকে ১৯৯৯-এর মাঝখানে সাতটা বছর আমাদের টুকটুক করে নানান অনুষ্ঠান করে যেতে হয়েছে যাতে আমাদের গানগুলো জনপ্রিয় হয়। আমাদের গান তখন এতো জনপ্রিয় ছিল না বা সংখ্যাতেও এতো বেশি গান ছিলনা যে সম্পূর্ণ একটি শো টানতে পারবো কিংবা শোয়ের শ্রোতাদের আকর্ষণ করতে পারবো। তাই আমরা অনেক চেনা পুরানো বাংলা গানের একটা মেডলি বানিয়েছিলাম। তার মধ্যে অবশ্যই সন্ধ্যা মুখোপাধ্যায় ছিলেন। সেখানে সুমনের গানও যেমন ছিল গড়িয়াহাটার মোড়, মিনি মিনি বাস বাস; সত্যজিৎ রায়ের গান মহারাজা তোমারে সেলামও ছিল ঠিক তেমন ভাবেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান "এ লগন গান শোনাবার" ও ছিল। 

একটি ব্যান্ড যারা প্রচণ্ড চেষ্টা করে এবং পরিশ্রম করে অন্যধারার গান করার জন্য উদ্যোগী হয়েছে তাঁরাও সন্ধ্যা মুখোপাধ্যায়কে অবলম্বন করে মুখোমুখি হয়েছিল কোনো এক সময়৷ এটাই ওনার সঙ্গীতের জয়। আমরা যদি বলি যে আমরা সেই আধুনিক গানের থেকে অনেকটাই আলাদা তাহলেও বলবো সন্ধ্যা মুখোপাধ্যায়ের কিছু গানকে অবলম্বন করে আমরাও কিন্তু এগিয়েছি।"

প্রতিবেদন- সুমিত দে


No comments