প্রথম ভারতীয় মহিলা হিসেবে একদিনের ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি বঙ্গতনয়া রিচা ঘোষের
সদ্য ভারতীয় মহিলা ক্রিকেট দলে খেলার সুযোগ পেয়েছেন বছর আঠারোর রিচা ঘোষ। সম্প্রতি ওয়ান ডে ক্রিকেটে ভারতীয় মহিলাদের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। মাত্র ২৬ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে তিনি নিজের কব্জির জোর দেখালেন। এর আগে ভারতীয় মহিলা ক্রিকেটার সাবভিনেনি মেঘানা ৩৩ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েন। তাঁর এই রেকর্ডকে দুরন্ত ব্যাটিং-এ কুপোকাত করে দিলেন উইকেটকিপার ও ব্যাটসম্যান রিচা ঘোষ।
গত মঙ্গলবার কুইন্সটাউনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওয়ান ডে-তে মাত্র ২৬ বলে হাফ সেঞ্চুরি করেন রিচা ঘোষ। ভারতের মহিলা ক্রিকেটারদের মধ্যে ওয়ান ডে ক্রিকেটে যা এক দ্রুততম হাফ সেঞ্চুরি। এদিন প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড তুলেছিল ৫ উইকেটে ১৯১ রান। রিচা যখন ব্যাট করতে নামেন, রান তাড়া করতে গিয়ে ভারতের মাত্র ১৯ রানেই ৪ উইকেটের পতন হয়। সেখান থেকে পাল্টা আক্রমণ শুরু করেন রিচা ঘোষ। ভারতীয় দলের অধিনায়িকা মিতালি রাজের সঙ্গে পঞ্চম উইকেটে ৭৭ রান যোগ করে দলকে লড়াইয়ের মধ্যে বেঁধে রেখেছিলেন তিনি। শেষ পর্যন্ত ২৯ বলে ৫২ রান করে আউট হয়ে যান তিনি৷ তাঁর ইনিংসে ছিল চারটি চার ও চারটি ছক্কা।
যদিও ভারতীয় মহিলা দলের এমনই দুর্ভাগ্য যে রিচা ঘোষের দ্রুততম সেঞ্চুরি দলকে পারলো না জেতাতে৷ মাত্র ১২৮ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ৬৩ রানে হার মানতে হলো চতুর্থ ওয়ানডে ম্যাচে। নিউজিল্যান্ড সফরে পাঁচটি ম্যাচের সিরিজের মধ্যে হওয়া চারটি ম্যাচের চারটিই হারতে হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে।
শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষের পারফরম্যান্স দেখে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করছেন রিচা ঘোষ আগামীদিনে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সম্ভাবনাময় ক্রিকেটার হতে চলেছে। এদিনের ম্যাচের পর রিচা ঘোষকে নিয়ে প্রশংসা করতে শোনা যায় মিতালি রাজের মুখেও। তিনি বলেছেন "উইকেটের পিছনে এবং ব্যাট হাতে আমাদের আস্থা দিচ্ছে রিচা। আশা করছি, বিশ্বকাপে ও আমাদের দলকে অনেক ভাবেই সাহায্য করতে পারবে।"
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment