Header Ads

ই-চার্জিং স্টেশন বানিয়ে ইলেকট্রিক শিল্প বিপ্লব আনতে চলেছে বাঙালি কোম্পানি পয়েন্টো


খনিজ তেল, কয়লা একদিন ফুরিয়ে যাবে, সেজন্য মানুষকে বিকল্প জ্বালানির কথা ভাবতে হচ্ছে। যানবাহনের ক্ষেত্রেও ইলেকট্রিক ইঞ্জিন ও ব্যাটারি চালিত গাড়ির দিকে মানবসভ্যতার গুরুত্ব দেওয়ার সময় ঘনিয়ে এসেছে। যে কারণে ই-যানবাহনের গুরুত্ব বাড়িয়েছে প্রায় সব দেশ-ই। পৃথিবীর মধ্যে ব্রিটেন ২০৩০ এর মধ্যে সব গাড়িকেই ইলেকট্রিক করার ঘোষণা করেছে ইতিমধ্যেই।


ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ হল একমাত্র রাজ্য যেখানে রয়েছে ১৩ লক্ষ রেজিস্টার্ড ইলেকট্রিক রিক্সা বা টোটো। আনরেজিস্টার্ড টোটো ধরলে সংখ্যাটা আরো অনেক বাড়বে। ইলেকট্রিক বাসের সংখ্যাতেও সারা বিশ্বে কলকাতা তৃতীয় স্থান অধিকার করেছে‌। দ্য ই.ভি. সিটি ক্যাসবুক ২০২১ এর বিশ্বব্যাপী সার্ভেতে চীনের সেনঝেন ও চিলির সান্টিয়াগোর পরেই রয়েছে কলকাতা শহর।

কলকাতার আশেপাশে বিভিন্ন বাঙালি কোম্পানি যেমন জিকে রিক্সা, বাটারফ্লাই, গ্রীন ভ্যালি মোটরস, হুগলি মোটরস, প্লডিট লক্ষ লক্ষ ই.রিক্সা তৈরি করছে। বাঙালি প্রতিষ্ঠিত এই শিল্প প্রতিষ্ঠান গুলো নতুন করে বাঙালির শিল্প বিপ্লব আনার পথ প্রশস্ত করেছে।


পশ্চিমবঙ্গে যেহেতু ১৩ লাখ রেজিস্টার্ড ইলেকট্রিক টোটো আছে তাই এর ওপর ভর করে একটি বিকল্প শিল্পভাবনা নিয়ে মাঠে নেমেছে বাঙালি শিল্পপতি রিকি বিশ্বাস প্রতিষ্ঠিত টেক কোম্পানি পয়েন্টো। যেহেতু ইলেকট্রিক টোটোর চার্জিং টাইম অনেক বেশি, এর ফলে টোটো চালকরা একে ৪-৫ ঘন্টার বেশি চালিয়ে উপার্জন করতে পারেননা। এই সমস্যা দূর করার একটি বিকল্প উপায় নিয়ে এসেছে এই কোম্পানি।


সারা রাজ্যে প্রতি ৫ কিলোমিটার ছাড়া ছাড়া এই কোম্পানি একটি করে চার্জিং স্টেশন বানাতে চলেছে যেখানে গিয়ে ব্যাটারি পাল্টিয়ে নিতে পারবে টোটোচালকরা। সেই ব্যাটারির চার্জ শেষ হলে আবার নিকটবর্তী পয়েন্টো চার্জিং স্টেশনে ব্যাটারি পাল্টে নিতে পারবে টোটো চালকরা। সারা বাংলায় ২৭২ টি হাব ও প্রত্যেকটি হাবের আওতায় ৫ টি করে চার্জিং স্টেশন থাকবে এমনটাই জানিয়েছেন এই কোম্পানির প্রতিষ্ঠাতা রিকি বিশ্বাস। অর্থাৎ প্রথম পর্যায়ে ১৩৬০ টি চার্জিং স্টেশন তৈরির পরিকল্পনা করেছে এই কোম্পানি। এমনকি ভারতের প্রথম অনলাইন টোটো বুকিং অ্যাপও তৈরি করেছে এই কোম্পানি।  

পয়েন্টোর হাত ধরে সারা রাজ্যে প্রায় ৫০,০০০ মানুষ কাজ পেতে চলেছেন বলে জানিয়েছেন পয়েন্টোর প্রতিষ্ঠাতা রিকি বিশ্বাস। এই কর্মযজ্ঞ শেষ হলে বাংলায় যে ইলেকট্রিক শিল্প বিপ্লব আসতে চলেছে তার বলাই বাহুল্য। এসব চার্জিং স্টেশনে চার্জিং ব্যাটারির পাশাপাশি টোটোর বিভিন্ন রকম যন্ত্রাংশ-ও পাওয়া যাবে বলেও জানিয়েছেন রিকি বিশ্বাস।

প্রতিবেদন- অমিত দে

  

No comments