২০২১ সালে নির্মিত সেরা দশটি বাংলা ছবি
২০২১ সালে করোনা পরিস্থিতির জন্য খুব বেশি বাংলা ছবি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। তার মধ্যেও যে কটা তৈরি হয়েছে সেগুলো বাঙালি দর্শকদের মন ছুঁয়ে গেছে। দেখতে দেখতে শেষ হলো ২০২১ সাল। একটা বছর শেষ হয়ে গেলে সকলেরই ইচ্ছে হয় সেই বছরের সকল স্মৃতিগুলোকে একটু ঝালিয়ে নেওয়া। তাই আসুন চোখ বুলিয়ে নেওয়া যাক যে চলতি বছরের সেরা দশটি বাংলা ছবি কী কী? লিটারেসি প্যারাডাইসের বিচারে আমরা বেছে নিয়েছি এ বছরের সেরা দশটি ছবি। আপনাদের সামনে তুলে ধরছি সেই ছবিগুলোর তালিকা।
১.গোলন্দাজ:- ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী কীভাবে ব্রিটিশদের আবিষ্কৃত খেলা ফুটবলে ব্রিটিশদের হারিয়েছিলেন, সেই ঐতিহাসিক গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি। লক্ষ লক্ষ বাঙালি দর্শকদের মন জয় করে নিয়েছে এই ছবি। বাংলা ছবির ইতিহাসে গোলন্দাজ একটা মাইলস্টোন তৈরি করেছে। জনপ্রিয় পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হয়েছে এই ছবি। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় ছবিতে দেবের অভিনয় অনবদ্য। গোলন্দাজ ছবির মাধ্যমে এই প্রথমবার দেবের সাথে জুটি বাঁধতে দেখা গেছে ঈশাকে।
২.অভিযাত্রিক:- পরিচালক শুভ্রজিৎ মিত্রের কালজয়ী ছবি 'অভিযাত্রিক'। যে ছবির হাত ধরে বাঙালির প্রিয় চরিত্র অপু ফিরলো প্রায় ছয় দশক পর। রঙিন ছবির ভিড়ে একটি ঝাঁ চকচকে সাদা-কালো নস্টালজিয়া হলো এই ছবি। অর্জুন চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, অর্পিতা চট্টোপাধ্যায় ও শ্রীলেখা মিত্রদের মতো পরিচিত মুখেরা এই ছবিতে এক অপরিচিত বেশে ধরা দেন। এই ছবির মধ্য দিয়ে অপুর চরিত্রে অভিনয় করে নিজের কেরিয়ারে মাইলফলক তৈরি করেন অভিনেতা অর্জুন চক্রবর্তী।
৩.হীরালাল:- পরিচালক অরুণ রায়ের ছবি 'হীরালাল'। ভারতীয় চলচ্চিত্রের প্রকৃত জনক হীরালাল সেনের জীবনকথা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। হীরালাল সেনের ভূমিকায় ছবিতে অভিনয় করেছেন কিঞ্জল নন্দ, নাট্যকার অমরেন্দ্রনাথ দত্তের চরিত্রে অর্ণ মুখোপাধ্যায়, গিরিশ ঘোষের চরিত্রে খরাজ মুখোপাধ্যায় ও জামশেদজি ফ্রামজি ম্যাডানের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়, হেমাঙ্গিনীর চরিত্রে অনুষ্কা চক্রবর্তী এবং কুসুমকুমারীর চরিত্রে অভিনয় করেন তন্নিষ্ঠা বিশ্বাস। ছবিতে সকলের অভিনয় ছিল চোখে পড়ার মতো। পরিচালক নিজের হাতে ছবিটিকে জীবন্ত করে তোলেন৷ যেন ইতিহাস চোখের সামনে লেখা হয়।
৪.হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী:- পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের ছবি 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'। প্রখ্যাত সাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্রের গল্প অবলম্বনে নির্মিত হয় এই ছবি। যে গল্পের সাথে মিল পাওয়া যায় বর্তমান ভারতের আর্থসামাজিক অবস্থারও। ছবিতে হবুচন্দ্র রাজার চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়, গবুচন্দ্র মন্ত্রীর চরিত্রে খরাজ মুখার্জী, রাজকুমারীর কুসুমকলির চরিত্রে অর্পিতা চট্টোপাধ্যায়, বৃদ্ধ মন্ত্রীর চরিত্রে শুভাশিস মুখোপাধ্যায় ও গুরুদেবের চরিত্রে অভিনয় করেন বরুণ চন্দ। পুজোতে সরাসরি টিভি ও ওটিটি প্ল্যাটফর্মে মু্ক্তি পায় এই ছবি। অত্যন্ত যুগোপযোগী ও মূল্যবান একটি ছবি হলো হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী।
৫.বনি:- অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের ছবি 'বনি'। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে তৈরি হয় এই ছবি৷ এটি একটি সায়েন্স ফিকশন ছবি। টানটান চিত্রনাট্য ও দৃশ্যে মোড়া অসাধারণ ছবি হলো বনি। পরমব্রত চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিককে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায়। ছবিটি দর্শকমহলে তুমুল প্রশংসিত হয়।
৬.ট্যাংরা ব্লুজ:- পরিচালক সুপ্রিয় সেনের ছবি 'ট্যাংরা ব্লুজ'। ট্যাংরা বস্তি থেকে উঠে আসা সঙ্গীত প্রতিভার গল্প বলে এই ছবি। মুখ্য চরিত্রে এই ছবিতে অভিনয় করেন পরমব্রত চট্টোপাধ্যায় ও মধুমিতা সরকার। চলচ্চিত্র সমালোচকদের কাছে দারুণ ভাবে প্রশংসিত হয় এই ছবি।
৭.টনিক:- পরিচালক অভিজিৎ সেনের ছবি 'টনিক'। এটি একটি সম্পূর্ণ পারিবারিক ছবি। ৭৫ বছর বয়সী বৃদ্ধ জলধর সেন যার বুড়ো বয়সে শান্তি নেই। তাঁর জীবনের শেষ সময়ে একরাশ শান্তি খোঁজার এক নির্মম গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি। কোভিড পরিস্থিতিতে বাংলা ছবির সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে টনিক। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন দেব ও পরান বন্দ্যোপাধ্যায়। অ্যাডভেঞ্জার, হাসি-ঠাট্টা, টানাপোড়েন ও অভিমান সব মিলিয়ে সপরিবারে দেখার মতো ছবি হলো টনিক।
৮.অনুসন্ধান:- পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি 'অনুসন্ধান'। এটি একটি সম্পূর্ণ মনসাত্ত্বিক ছবি। ফ্রিডরিশ ড্যুরেনম্যাটের সুইশ ভাষায় লেখা উপন্যাস 'এ ডেঞ্জারাস গেম' অবলম্বনে কমলেশ্বর মুখোপাধ্যায় কলকাতায় বহুদিন আগে একটি নাটক নির্দেশনা করেছিলেন, সেই নাটকের ছায়া অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। শাশ্বত চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন, চূর্ণী গাঙ্গুলী, প্রিয়াঙ্কা সরকার, জয়দীপ মুখোপাধ্যায় ও পায়েল সরকারের মতো তারকারা অভিনয় করেছেন এই ছবিতে। দর্শকদের কাছে দারুণভাবে প্রশংসিত হয়েছে এই ছবি।
৯.ম্যাজিক:- পরিচালক রাজা চন্দের ছবি 'ম্যাজিক'। লেখক অর্ণব ভৌমিকের গল্প ও চিত্রনাট্যে তৈরি হয় এই ছবি। এটি বাংলার একটি অসাধারণ সাইকোলজিক্যাল থ্রিলার। করোনার দ্বিতীয় ঢেউ উপচে পড়ার পূর্বে জমিয়ে ব্যবসা করেছিল ম্যাজিক। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন ও পায়েল সরকার। অভিনেতা অঙ্কুশ হাজরার কেরিয়ারে অন্যতম সেরা ছবি হলো ম্যাজিক৷
১০.অন্তর্ধান:- পরিচালক অরিন্দম ভট্টাচার্যের ছবি 'অন্তর্ধান'। বাংলার এক অনবদ্য রোমহষর্ক থ্রিলার হলো এই ছবি। অনির্বাণ আর তনুশ্রীর একমাত্র মেয়ে জিনিয়া। একটি এক্সকারশন ট্রিপ থেকে নিখোঁজ হয় সে। কীভাবে এমনটা হলো? এর পিছনের মটিভ কী? তা নিয়েই তৈরি হয়েছে এ ছবির গল্প। ছবিতে অনির্বাণের চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায় ও তনুশ্রীর চরিত্রে অভিনয় করেন তনুশ্রী চক্রবর্তী। এই ছবির মাধ্যমে নতুন করে করোনা পরিস্থিতিতেও হলমুখী হতে শুরু করেছেন বহু মানুষ। এই ছবির মেকিং পুরোপুরি আন্তর্জাতিকমানের।
তালিকাটির প্রসঙ্গে সবশেষে বলে রাখা ভালো আমরা চলতি বছরে যে সেরা দশটি চলচ্চিত্র বেছে নিয়েছি তার সাথে সকলে একমত নাও হতে পারেন। বহু বাংলা ছবির মধ্যে সেরা দশটি নির্বাচন করা অত্যন্ত কঠিন। এমনকি তালিকার নাম্বারিং করাও সমান কঠিন। তবুও কয়েকটি বিষয় যেমন গল্প, চিত্রনাট্য, ভিএফএক্স, অভিনয়, দৃশ্য নির্ধারণ, গল্প বলার ধরণ, নিজেদের ভালো লাগা ও দর্শকদের চাহিদা মাথায় রেখে আমরা তালিকাটা তৈরি করেছি।
প্রতিবেদন- লিটারেসি প্যারাডাইস ইনফরমেশন ডেস্ক
Post a Comment