চার দেওয়ালের মধ্যে নয়, কলকাতার ফুটপাথেই হলো 'ছবিওয়ালা'র চিত্র প্রদর্শনী
নতুন বছরের শুরুতেই এক অভিনব চিত্র প্রদর্শনী দেখলো তিলোত্তমা কলকাতা। গত ১ লা এবং ২ রা জানুয়ারি 'ছবিওয়ালা' গোষ্ঠীর উদ্যোগে আয়োজন করা হয় তাদের তৃতীয় স্ট্রিট আর্ট এক্সিবিশনের। ঝাঁ চকচকে গ্যালারির থেকে দূরে গিয়ে বেশ অন্যরকমভাবে আয়োজিত হলো এই অনুষ্ঠান। কলকাতার মোহরকুঞ্জের বাইরের ফুটপাথটি দুদিনের জন্য সাজিয়ে তোলা হয় নানা ধারার ছবি দিয়ে।
এখনও অনেকেই ভাবেন যে ছবি প্রদর্শনী মানেই নামী গ্যালারির চাকচিক্য এবং রোশনাই। যার মিথকে বারংবার ভেঙে আসছে 'ছবিওয়ালা'। তবে প্রথা ভাঙার ক্ষেত্রে ছবিওয়ালা এক অতি পরিচিত নাম বাংলার শিল্পীমহলে। আর্ট কলেজের প্রথাগত শিক্ষা ছাড়া শিল্পী হওয়া যায় না, এই বদ্ধ চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করেই সৌরভ মিত্র এবং বিপ্লব ধর নামক দুই শিল্পী তৈরী করেন 'ছবিওয়ালা'। এরপর একে একে জুড়তে থাকে একের পর এক স্বশিক্ষিত শিল্পীরা। গ্যালারির প্রদর্শনীর জনপ্রিয়তা পেয়েও শিল্পবিমুখ সাধারণ মানুষের সাথে ছবির যোগসূত্র মজবুত করতে সচেষ্ট হন তারা। শুরু করেন পথ-প্রদর্শনী। কলকাতা, বীরভূম প্রভৃতি জেলায় চলতে থাকে তাদের এই কর্মযজ্ঞ। এবারেও যার অন্যথা হয়নি।
মোট বারো জন শিল্পীর আঁকা প্রায় একশোটি ছবি প্রদর্শিত হয় এবারের প্রদর্শনীতে। শিল্পীর তুলির টানে নিখুঁত বাস্তবানুসারী ছবি থেকে শুরু করে বিমূর্তশৈলী উঠে এসেছে ক্যানভাসে। প্রদর্শনীর বিষয় বৈচিত্র্যও বেশ নজরকাড়া। কোথাও পোর্ট্রেট, কোথাও নিসর্গ, কোথাও মানসিক যন্ত্রণার গল্প, আবার কোথাও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদের ছবি উঁকি দিয়েছিল ফুটপাথের রেলিং এ। সাধারণ মানুষের মধ্যেও শিল্পের প্রতি যে এতটা ভালোবাসা লুকিয়ে রয়েছে, সেদিনের চিত্র প্রদর্শনী তারই জানান দেয়।
মানুষের প্রবল উত্তেজনা দেখে চিত্র প্রদর্শনীর ওপর ভরসা পেয়েছেন অনুষ্ঠানের সাথে যুক্ত সকল শিল্পীবৃন্দরা। সকল মানুষের সাথে কথা বলে তারা জানতে পেরেছেন মানুষ কী ধরণের ছবি পছন্দ করতে চাইছেন। মানুষজনের দারুণ উৎসাহ দেখে তারা বাংলার প্রত্যন্ত গ্রাম গ্রামান্তরেও প্রদর্শনীর আয়োজন করতে চান বলেই জানিয়েছেন।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment