কেবল সন্ধ্যা মুখোপাধ্যায়ই নয়, পদ্মশ্রী ফেরালেন পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়ও
ছয় দশক ধরে শাস্ত্রীয় সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র পন্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়। তিনি ফারুখাবাদ ঘরানার প্রবাদপ্রতিম তবলাশিল্পী৷ নিখিল বন্দ্যোপাধ্যায়, রবি শঙ্কর, আলি আকবর খান, আমজাদ আলি খানের মতো শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি। শিরদাঁড়া সোজা করে চলতে তিনিও ভালোবাসেন। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের পাশাপাশি তিনিও প্রত্যাখ্যান করলেন 'পদ্মশ্রী' পুরস্কার। তিনি মঙ্গলবার সকালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ফোনে জানতে পারেন তাঁকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হবে। যদিও পন্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায় এই সম্মান নিতে রাজি হননি।
পদ্মশ্রী পুরস্কার প্রত্যাখ্যানের বিষয়ে তিনি বলেন, সঙ্গীতে তাঁর সারা জীবনের যা কাজ তার সমস্ত নথি রয়েছে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরে। সেখানে সকলেই তাঁকে পদ্মভূষণ সম্মান প্রদানের কথা বলেছেন। সেখানে তাঁকে এতো বছর বাদে পদ্মশ্রী সম্মান দেওয়ায় তিনি আহত ও অসম্মানিত বোধ করছেন। তাঁর সমসাময়িক ও তাঁর থেকে বয়সে ছোটো অনেকেই পদ্মশ্রী পেয়েছেন বহু আগে। তাই এই সম্মান প্রদানে তিনি হতাশই হয়েছেন। যদি তাঁকে পদ্মভূষণ প্রদান করা হয় নিশ্চয় গ্রহণ করবেন তিনি৷ যদি পদ্মভূষণ তাঁকে নাও দেওয়া হয় তবুও তাঁর আপত্তি নেই। অতীতে যেভাবে তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রচার করেছেন, ভবিষ্যতেও সেভাবেই প্রচার করবেন।
পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায় ইতিমধ্যেই নানান সম্মান অর্জন করেছেন। বারাক ওবামা যখন ভারত সফরে এসেছিলেন তখন রাষ্ট্রপতি ভবনে তিনি সঙ্গীত পরিবেশন করেন। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালাম তাঁর অনুরাগী ছিলেন৷ আজ থেকে ২২ বছর আগে তিনি সঙ্গীত অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন। বর্তমানে তাঁর বয়স ৬৭ বছর। এতো বছর বয়সে তাঁকে পদ্মশ্রী প্রদান মোটেও উচিৎ কাজ নয় বলেই মনে করছেন তিনি।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment