Header Ads

ফিরে দেখা ২০২১ : বাঙালির কিছু স্মরণীয় মুহূর্ত


২০২১ সালে আমরা সাক্ষী বাংলা ও বাঙালির কিছু স্মরণীয় মুহূর্তের সঙ্গে। এই প্রতিবেদনে আমরা তুলে ধরছি সেই স্মরণীয় মুহূর্তগুলোকে।  


বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো স্বপ্নের প্রতিষ্ঠান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গত বছর পদার্পণ করে শতবর্ষে। 

গত বছর আমরা পার করে এসেছি বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী। 

কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব উৎপল দত্তের বহুল চর্চিত ও যুগান্তকারী নাটক 'টিনের তলোয়ার' ২০২১ সালে পঞ্চাশ বছর অতিক্রম করে।  

গত বছর আমরা পার করে এসেছি প্রথিতযশা কালজয়ী চিত্রশিল্পী সোমনাথ হোরের জন্মশতবার্ষিকী। 

গত বছর প্রথম বাঙালি তথা প্রথম ভারতীয় হিসেবে অক্সিজেন ছাড়াই পৃথিবীর সপ্তম উচ্চতম শৃঙ্গ জয় করেন বঙ্গতনয়া পিয়ালি বসাক। 

বাংলার ঐতিহ্যবাহী বই দোকান অক্সফোর্ড বুকস্টোর গত বছর শতবর্ষে পদার্পণ করে। 

ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওপরে তাকালে দেখা মেলে এক পরীর। রানি ভিক্টোরিয়ার প্রিয় এক পরী। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওপরে বসানো সেই পরীর বয়স গত বছর শতবর্ষে পদার্পণ করে।  

অতীতের সব দুষ্প্রাপ্য ধনসম্পদ ও বিরল আসবাবপত্র সংগ্রাহক সুশীল কুমার চট্টোপাধ্যায় ওরফে নকুবাবু গত বছর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

গত বছর ছিল কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের কালজয়ী ছবি 'কলকাতা ৭১' এর ৫০ বছর পূর্তি। 

প্রখ্যাত বাংলা কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহ গত বছর প্রয়াত হন। 

কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তও প্রয়াত হন গত বছর। 

গত বছর হাওড়ার সালকিয়ার সীতারাম  বোস লেনের ছেলে শুভ পাল বিশ্বের চতুর্থ ধনী ফুটবল ক্লাব জার্মানির বায়ার্ন মিউনিখ দলে ফুটবল খেলার সুযোগ পান।

স্বনামধন্য কবি শঙ্খ ঘোষ প্রয়াত হন গত বছর। 

২০২১ সালে আমরা পার করে এসেছি কিংবদন্তি সঙ্গীতকার অতুলপ্রসাদ সেনের ১৫০ তম জন্মবার্ষিকী। 

গত বছর লন্ডনের লিনিয়ান সোসাইটির ফেলো নির্বাচিত হন অধ্যাপক ডঃ সুমিত মণ্ডল। 

গত বছর ডঃ কনক সাহা, ডঃ কনিষ্ক বিশ্বাস, ডঃ দেবদীপ মুখোপাধ্যায় ও ডঃ অনীশ ঘোষ নামের চার বাঙালি বিজ্ঞানী ভারতের বিজ্ঞানের সর্বোচ্চ সম্মান 'শান্তিস্বরূপ ভাটনগর' পুরস্কার পান। 

প্রখ্যাত তবলা বাদক শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জীবনাবসান হয় গত বছর। 

বাঁকুড়ার সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তি লীলাময় মুখোপাধ্যায়ের জীবনাবসান হয় গত বছর। 

গত বছর না ফেরার দেশে পাড়ি দেন বসিরহাটের শিক্ষাজগতের দিকপাল সুভাষ কুণ্ডু যিনি ৫০ বছর ধরে বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের টিউশন পড়িয়েছেন। 

গত বছর প্রয়াত হন ঠাকুরবাড়ির সর্বকনিষ্ঠ সদস্য অমিতেন্দ্রনাথ ঠাকুর।

চিকিৎসা জগতের নক্ষত্র ডা. স্মরজিৎ জানা প্রয়াত হন গত বছর। 

গত বছর প্রয়াত হন বর্ষীয়ান সাংবাদিক অঞ্জন বন্দোপাধ্যায়।

গত বছর দেশের প্রথম সারির স্বাধীনতা সংগ্রামীর স্বীকৃতি পান পূর্ণেন্দুশেখর গুহ।

বাংলা কমিক্সের যাদুকর নারায়ণ দেবনাথ পদ্মশ্রী পান গত বছর। 

সিবিই সম্মানে গত বছর ভূষিত করা হয় স্কটল্যান্ডের বাঙালি লেখিকা বাসবী ফ্রেজারকে।

গত বছর স্পেনের সর্বোচ্চ সম্মান 'প্রিন্সেস অফ অস্টুরিয়াস' সম্মানে ভূষিত হন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

গত বছর জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধিকর্তার পদে আসীন হলেন বঙ্গতনয়া ধৃতী বন্দ্যোপাধ্যায়। 

গত বছর বাতাসে কোভিড শনাক্তের যন্ত্র আবিষ্কার করে পথ দেখায় বিশ্ববিখ্যাত বাঙালি সংস্থা 'মেশিনসেন্স'।

গত বছর মশার লার্ভা বিনাশকারী মশাখেকো ছত্রাক বানিয়ে তাক লাগিয়েছিলেন বাঙালি গবেষক ডঃ স্বপন ঘোষ।

১৮ ই ডিসেম্বর, ২০২১ পাঞ্জাব পুলিশের ডিজিপি নির্বাচিত হলেন বাঙালি আইপিএস সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। 

২০২১ সালে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোকে হেরিটেজ সম্মান দেয় ইউনেস্কো। 

আইএসএস পরীক্ষায় গত বছর দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন বাঙালি যুবক অর্ক মণ্ডল। 

গত বছর ভারতীয় নৌবাহিনীর শীর্ষপদে আসীন হলেন বঙ্গসন্তান বিশ্বজিৎ দাশগুপ্ত। 

গত বছর মালয়েশিয়াতে আয়োজিত আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় ব্রোঞ্জ  জেতেন বাঙালি মেয়ে দিগন্তিকা বোস। 

গত বছর বাংলার জিআই তালিকায় যুক্ত হয় দার্জিলিং জেলার বিখ্যাত লঙ্কা ডলে খুর্সানি লঙ্কা। 

গত বছর মাদুর শিল্পের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পান গৌরী রাণি জানা ও গৌরীবালা দাস নামের দুই বাঙালি প্রথিতযশা শিল্পী। 

শঙ্খশিল্পে গত বছর রাষ্ট্রীয় পুরস্কার পান বাঁকুড়ার হাটগ্রামের বাসিন্দা বাবলু নন্দী।

গত বছর সৌন্দর্য প্রতিযোগিতায় ভারতসেরার খেতাব পান বাঙালি শিক্ষিকা পামেলা পাল।

গত বছর দক্ষিণ কোরিয়াতে আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যালে বিচারকের দায়িত্ব পান বঙ্গতনয়া স্বাতী ঘোষ। 

২০২১ সালের সর্বভারতীয় সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষায় দেশের প্রথম হন বঙ্গতনয়া স্বর্ণালী দে।

কাদম্বিনী গঙ্গোপাধ্যায়কে তাঁর জন্মদিনে গত বছর শ্রদ্ধা জানিয়েছিল গুগল ডুডল।

২০২১ সালে ফ্লোরেন্স নাইটিংগেল পুরস্কারে সম্মানিত হন বঙ্গতনয়া সুনীতা দত্ত। 

গত বছর আমেরিকার জাতীয় নিরাপত্তা ক্যাবিনেটের দায়িত্ব পেলেন বাঙালি মহিলা সুমনা গুহ।

গত বছর জাতিসংঘের ২০ জন উচ্চস্তরের উপদেষ্টা ব্যক্তিত্বদের তালিকায় স্থান পেলেন বাঙালি মহিলা জয়তি ঘোষ।

পড়ুয়াদের গবেষণামুখী করার স্বীকৃতি স্বরূপ গত বছর প্রথম বাঙালি তথা প্রথম ভারতীয় হিসেবে হল অফ ফ্রেমে ভূষিত হন বাঙালি মহিলা অর্পিতা সাহা।

গত বছর স্ট্যানফোর্ডের সেরা চিকিৎসকের তালিকায় স্থান পান বাঙালি সুচিকিৎসক ডাঃ উজ্জ্বল পোদ্দার।

গত বছর মনোবিজ্ঞানে বিশ্বসেরার খেতাব অর্জন করেন বাঙালি মনোবিজ্ঞান বিশেষজ্ঞ ডঃ বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। 

গত বছর ব্রিটিশ অ্যাকাডেমির ফেলোশিপ সম্মানে সম্মানিত হন দুই বাঙালি শিক্ষাবিদ গায়ত্রী চক্রবর্তী স্পিভাক ও ডঃ সুকান্ত চৌধুরী। 

গত বছর প্রথম বাঙালি তথা প্রথম ভারতীয় হিসেবে 'সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফিক পুরস্কার' জেতেন পুবারুণ বসু।

সঙ্গীত জগতের অস্কার 'গ্রাসরুট গ্র্যামি' পুরস্কারে গত বছর সম্মানিত হয় বাংলা ব্যান্ড 'ক্রসউইন্ডস'।

গত বছর নদীয়া জেলার প্রথম মহিলা হিসেবে এভারেস্টে পা রাখেন রুম্পা দাস।

১১ বছর বয়সে কম্পিউটার পোগ্রামিং এর বই লিখে গত বছর সারা বিশ্বকে চমকে দিয়েছিল বঙ্গসন্তান অনুব্রত সরকার। 

বিশ্বের উৎকৃষ্ট বিজ্ঞানী-গবেষকদের তালিকায় গত বছর স্থান পেলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ২ অধ্যাপক ডঃ মধুমঙ্গল পাল এবং ডঃ শংকর কুমার রায়। 

গত বছর এমবিবিএস স্নাতকোত্তরের দুই সর্বভারতীয় পরীক্ষায় প্রথম হন বঙ্গসন্তান অমর্ত্য সেনগুপ্ত।

হাইব্রিড লার্নিং মডেল তৈরির জন্য গত বছর 'রাষ্ট্রীয় শিক্ষকতা' সম্মান পান মালদার হরিস্বামী দাস।

গত বছর চিকিৎসা জগতে অন্যতম সেরা সম্মান বলে বিবেচিত 'এএসিই আউটস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল ক্লিনিসিয়ান অ্যাওয়ার্ড' নামক একটি ঐতিহ্যশালী পুরস্কার পান ডাঃ  সুজয় ঘোষ।

গত বছর হিমাচলের ফ্রেন্ডশিপ শৃঙ্গে সাফল্যের সঙ্গে আরোহন করেন একদল বাঙালি। 

গত বছর বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে রিকশা চালিয়ে কলকাতা থেকে সিয়াচেন যান সত্যেন দাস।

গত বছর চন্দননগরে পর্যটন হাব গড়ে তুলতে ফ্রান্সের সঙ্গে মউ চুক্তি হয় পশ্চিমবঙ্গের।  

গত বছর আলিপুর চিড়িয়াখানার আধুনিকীকরণে চেক প্রজাতন্ত্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয় পশ্চিমবঙ্গের।  

গত বছর সিনিয়র টি টোয়েন্টি মহিলা বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেলেন বঙ্গতনয়া রিচা ঘোষ।

গত বছর প্রথম বাঙালি হিসেবে উইম্বলডন জুনিয়ার্স চ্যাম্পিয়ন হয় প্রবাসী বাঙালি সমীর বন্দ্যোপাধ্যায়।

দাবাতে গতবছর গ্র্যান্ডমাস্টার হন মিত্রাভ গুহ।

গত বছর প্রতিবন্ধকতা জয় করে প্যারা-অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন বঙ্গসন্তান মনোজ সরকার।

গত বছর টোকিও অলিম্পিকের তীরন্দাজিতে বিচারকের দায়িত্ব সামলান বঙ্গতনয় ইন্দ্রনীল দত্ত। 

মরণোত্তর মোহনবাগান রত্ন পুরস্কারে গত বছর সম্মানিত হন প্রয়াত ফুটবলার শিবাজী বন্দোপাধ্যায়।

বাংলার ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন 'প্রাচী' নব্য রূপে চালু হয় গত বছর।  

স্বনামধন্য অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত প্রয়াত হন গত বছর।

প্রতিবেদন- সুমিত দে

  

No comments