ইলেকট্রিক বাস পথে নামানোয় বিশ্বে তৃতীয় স্থানে কলকাতা
বিশ্বজুড়ে পরিবেশ দূষণ দিন দিন বেড়েই চলেছে বিশেষ করে বায়ুদূষণ। মাত্রাতিরিক্ত এই পরিবেশ দূষণের ফলে আজকে পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের মতো ভয়াবহ ঘটনা ঘটছে। বায়ুদূষণের অন্যতম কারণ হলো পেট্রোল ও ডিজেল চালিত যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়া। যা কমানোর বিকল্প হিসেবে বর্তমানে ইলেকট্রিক যানবাহন বা ই-ভেইকেলকে বেছে নেওয়া হয়েছে। যে যানবাহনগুলো পুরোপুরি পরিবেশবান্ধব। যার কোনো তুলনায় হয়না।
বিশ্বের নানান শহরে আজকাল ইলেকট্রিক যানবাহনের বহর বাড়ছে। প্রতিযোগিতায় পিছিয়ে নেই কলকাতাও। ইলেকট্রিক বাস পথে নামানোয় কলকাতা এখন বিশ্বের মধ্যে তৃতীয়। লন্ডনের মতো তাবড় তাবড় প্রথম বিশ্বের শহরকে হারিয়ে কলকাতা এই সাফল্য অর্জন করেছে। ইভি সিটি ক্যাশবুক নামক এক সংস্থার তত্ত্বাবধানে বিশ্বের সমস্ত শহরগুলিতে কীভাবে ইলেকট্রিক যাত্রী পরিবহণ বৃদ্ধি পাচ্ছে তার ওপর সমীক্ষা করা হয়। এই সমীক্ষা অনুযায়ী ইলেকট্রিক বাসের ক্ষেত্রে কলকাতা বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে। বিশ্বের এক নম্বর স্থানে রয়েছে চিনের শেনজেন শহর।
ইভি সিটি ক্যাশবুকের সমীক্ষায় গণপরিবহণে ইলেকট্রিক বাসের ব্যবহারের বিচারে চিনের শেনজেন, লন্ডন, চিলির স্যান্টিয়াগো, কানাডার ভ্যানকুভারের মতো একাধিক স্মার্ট সিটির সঙ্গে জব্বর টক্কর হয়েছে তিলোত্তমা কলকাতার। বর্তমানে কলকাতার পথে প্রায় ১০০ টি ইলেকট্রিক বাস চালায় ডব্লুটিসি। ২০৩০ সালের মধ্যে শহরে অন্তত ৫,০০০ টি বাস নামানোর পরিকল্পনা করেছে রাজ্য পরিবহণ দপ্তর৷ এই সমীক্ষার রিপোর্ট ঐ উদ্যোগকেই যেন সিলমোহর দিল৷
কেবল কলকাতায় নয়, বাংলার উত্তরের জেলাগুলোতেও পথে নামবে ইলেকট্রিক বাস পরিষেবা। পথে নামবে সিএনজি ইলেকট্রিক বাসও। প্রথম পর্যায়ে থাকছে মোট ৫০ টি বাস। এরপর আস্তে আস্তে সংখ্যাটা বাড়ানো হবে৷ নতুন করে নিয়োগ হবে চালক ও কনডাক্টর। মালদহের নালাগোলা রুটে এই বাস আরও বেশি করে চালানো হবে। প্রয়োজনে নতুন রুট তৈরিরও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দপ্তর।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment