Header Ads

প্রতীক্ষার অবসান, ২৬ শে জানুয়ারি মুক্তি পাচ্ছে ঐতিহাসিক বাংলা ছবি '৮/১২'


"মা তোর ছেলেরা ঘর ছেড়েছে শহীদ হবে বেশ, বারুদভরা স্বপ্ন বুকে স্বাধীন হবে দেশ"৷ ১৯৩০ সালের ৮ ই ডিসেম্বর রাইটার্সে ব্রিটিশদের শেষ দেখে ছেড়েছিলেন বাংলার তিন অসীম সাহসী ও নির্ভীক বিপ্লবী বিনয়-বাদল-দীনেশ৷ অত্যাচারী ব্রিটিশ শাসক সিম্পসনকে বীরত্বের সঙ্গে গুলি করে হত্যা করেছিলেন তাঁরা। সেদিন এই অকুতোভয় ত্রয়ী যা করে দেখান, প্রায় ৯০ বছর বাদেও তা ঘুরে ফিরে আসে বাঙালির মুখে মুখে। 


১৯৩০ সালের ৮ ই ডিসেম্বর রাইটার্স বিল্ডিং-এ বিনয়-বাদল-দীনেশের সাথে সশস্ত্র ব্রিটিশ বাহিনীর অলিন্দ যুদ্ধের কাহিনী এবার রূপোলী পর্দায়। কে এস এস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে পরিচালক অরুণ রায়ের হাত ধরে তৈরি হয়েছে এই ঐতিহাসিক চলচ্চিত্র। ছবির নাম '৮/১২'। যার টিজার, ট্রেলার থেকে গান সবই লক্ষ লক্ষ দর্শকদের মন জয় করে নিয়েছে। বহু প্রতীক্ষার পর আগামী ২৬ শে জানুয়ারি মুক্তি পাচ্ছে '৮/১২'। ছবির মুক্তির তারিখ নিয়ে প্রচণ্ড উচ্ছ্বসিত এই ছবির প্রযোজক কান সিং সোধা৷ 

ছবিতে বিনয়ের ভূমিকায় অভিনয় করেছেন কিঞ্জল নন্দ, বাদলের ভূমিকায় অভিনয় করেছেন অর্ণ মুখোপাধ্যায় এবং দীনেশের ভূমিকায় অভিনয় করেছেন রেমো, নেতাজী সুভাষচন্দ্র বসুর ভূমিকায় অভিনয় করেছেন সুশান্ত ভট্টাচার্য, মেজর গুপ্তের চরিত্রে অভিনয় করেছেন দেবরাজ মুখার্জী, হেমচন্দ্র ঘোষের চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখার্জী, অনুষ্কা চক্রবর্তী, গুলশনারা খাতুন, শংকর দেবনাথ সহ আরও অনেক কলাকুশলী। 

ঐতিহাসিক এই ছবিতে গানের ব্যবহারও হয়েছে অসাধারণ ভাবে। সঙ্গীত পরিচালক সৌম্য রিতের অনবদ্য সুরের মেলবন্ধন এবং রূপম ইসলাম ও অরিজিৎ সিং-এর মতো গায়কদের কণ্ঠে ছবির গান এ ছবিকে অন্য মাত্রা যোগ করেছে। ২৬ শে জানুয়ারি সকল বাঙালি দর্শকদের চোখ থাকুক '৮/১২'-এর দিকে। '৮/১২' কেবল নিছকই একটা ছবি নয়, স্বাধীনতা সংগ্রামের কাহিনী নিয়ে গড়ে ওঠা একটা মহাকাব্য। ছবিটি কতটা সফল হবে তা সময়ই বলবে। কিন্তু কিঞ্জল নন্দ, অর্ণ মুখোপাধ্যায় ও রেমোদের মতো এ ছবির সঙ্গে যুক্ত সকল কলাকুশলীরা যেভাবে পরিশ্রম করেছেন তাতে ছবিটি সফল হতে বাধ্য। 

প্রতিবেদন- সুমিত দে


No comments