অরিজিৎ সিংয়ের বাংলা গান 'একা একেলা মন' নিয়ে মজেছেন মার্কিন বিদেশ সচিব
বাংলার সঙ্গীত জগতের অন্যতম ব্যক্তিত্ব অরিজিৎ সিং। আট থেকে আশি গানে গানে সবার মন জয় করেছেন তিনি। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের মতো প্রত্যন্ত এলাকা থেকে দেশের একজন সফল গায়ক হওয়া মোটেও সহজ ছিল না। কিন্তু তিনি পেরেছেন। নিজের স্বতন্ত্র প্রতিভার জোরে তিনি আজকে অধিক জনপ্রিয়তা অর্জন করেছেন। বাংলার পাশাপাশি ভারতের প্রায় সব ভাষাতেই গান রেকর্ডিং করেছেন তিনি। তাঁর গাওয়া বেশিরভাগ বাংলা গানই বাঙালি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে গেছে। সম্প্রতি বিদেশের মাটিতেও জনপ্রিয়তা পাচ্ছে তাঁর বাংলা গানগুলি। অরিজিৎ সিংহের গাওয়া 'একা একেলা মন' গানটি নিয়ে মজেছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টোনি ব্লিঙ্কেন।
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'চিরদিনই তুমি যে আমার ২' ছবির গান হলো 'একা একেলা মন'। এটি একটি দুঃখ পর্যায়ের বাংলা গান। জনপ্রিয় সুরকার জিৎ গাঙ্গুলীর সুর ও অরিজিৎ সিংহের গায়কীতে এক অসাধারণ গান হলো 'একা একেলা মন'। যে গানটি মুক্তি পাওয়ার সাত বছর পরও সমান জনপ্রিয়। বিখ্যাত এই বাংলা গানই এখন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টোনি ব্লিঙ্কেনের প্রিয় গানের তালিকায় রয়েছে। সমগ্র বাঙালি জাতির কাছে এটি একটি গর্বের মুহূর্ত।
সদ্য ২০২১ সালের প্লে-লিস্ট প্রকাশ্যে নিয়ে এসেছিলেন অ্যান্টনি ব্লিঙ্কেন। সেখানে দেখা গেছে, একমাত্র ভারতীয় ভাষার গান হিসেবে তাঁর পছন্দের তালিকায় স্থান পেয়েছে বাংলা গান। অরিজিৎ সিংহের গাওয়া 'একা একেলা মন' গানটি তাঁর বিশেষ পছন্দের৷ দক্ষ গায়ক হিসেবে অরিজিৎ সিংহের প্রশংসাও করেছেন তিনি। 'একা একেলা মন- লোফি' ২০২১ সালে এসভিএফ মিউজিকের মাধ্যমে মুক্তি পেয়েছিল। 'একা একেলা মন- লোফি' আন্তর্জাতিক স্তরে মর্যাদা পাওয়ায় অত্যন্ত গর্বিত এসভিএফ মিউজিকও।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রযোজনা সংস্থা এসভিএফের তরফেই এই সুখবর প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment