বিজনেস মিন্ট আয়োজিত ভারতের সেরা ৫০ বিজনেস লিডার হলেন সপ্তর্ষি ঘোষ
ব্যবসায় নাকি বাঙালি পিছিয়ে আছে অথচ হাজার হাজার বাঙালি ব্যবসায়ী সাফল্য পেয়ে চলেছে একের পর এক। বাঙালি নিজের জাতির ব্যবসা বাণিজ্যের খবর না রাখলেও, কদর না করলেও বাস্তবে বাঙালি পিছিয়ে নেই।
বাঙালির ব্যবসার সাফল্যের এরকম একটি উদাহরণ হল D'Solve Ecotech-এর মালিক ড. সপ্তর্ষি ঘোষের রাষ্ট্রের সেরা ৫০ বিজনেস লিডারের পুরস্কার জিতে নেওয়া। তিনি ক্লিন টেকনোলজি বিভাগে এই পুরস্কার জিতে নিয়েছেন। সারা ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রি যেমন রিয়েল এস্টেট, শিক্ষা, স্বাস্থ্য, এভিয়েশন, মিডিয়া, সফটওয়্যারের মতো ইন্ডাস্ট্রি থেকে প্রায় হাজারেরও বেশি নমিনেশন দেওয়া হয়। যার থেকে মোট ৪০ জন জিতে নেন পুরস্কার। ড. সপ্তর্ষি ঘোষের এই পুরস্কার জেতা যথেষ্ট গর্বের।
একটি ব্যবসায়িক সংস্থায় সাফল্য, কর্মীদের উন্নয়ন, কর্মীদের মনোবল, স্বাস্থ্য ইত্যাদি বজায় রাখায় ভূমিকা থাকে বিজনেস লিডারদের। এরকম বিভিন্ন বিষয় বিবেচনা করেই এই পুরস্কারের নমিনেশন দেওয়া হয়ে থাকে। সপ্তর্ষি ঘোষের কোম্পানি টয়লেট, ড্রেন, সেপ্টিক ট্যাঙ্ক পরিস্কার রাখার ক্লিনার বানিয়ে থাকে। এটি অন্য ডিটারজেন্টের মতো হয়না এটি বায়োডিগ্রেডেবেল অর্থাৎ পরিবেশের খুব একটা ক্ষতি না করে এটি মাটির সঙ্গে মিশে যায়।
বায়োপলিমার ও বায়োএনজাইমের মতো নন-টক্সিক কেমিক্যাল দিয়ে তৈরি হয়ে থাকে এই ক্লিনারগুলো। এরকম অভিনব আবিষ্কার জলদূষণ কমিয়ে পরিবেশের বাস্তুতন্ত্র রক্ষায় সাহায্য করে। একজন বাঙালি ব্যবসায়ীর এরকম সাফল্য আমাদের কাছে যথেষ্ট গর্বের।
প্রতিবেদন- অমিত দে
Post a Comment