Header Ads

বিভাবনের আয়োজনে অনুষ্ঠিত হলো অন্তরঙ্গ নাট্য কর্মশালা


বিভাবন এর আয়োজনে গত ২৮ ও ২৯ শে ডিসেম্বর অনুষ্ঠিত হল "অন্তরঙ্গ নাটকে অভিনয়" এই বিষয়ে নাট্য কর্মশালা, অন্তরঙ্গ নাট্য চর্চা কেন্দ্র, জোড়াবাগান, কলকাতায়। প্রশিক্ষক ছিলেন সুপ্রিয় সমাজদার যিনি প্রায় দু দশকের বেশি অন্তরঙ্গ নাটকের সাথে যুক্ত। কর্মশালায় বিভাবন এর সদস্যরা ছাড়াও ছিলেন অন্যান্য নাট্য দলের অভিনেতা। দুদিনের এই কর্মশালা শুরু হয় প্রাথমিক কিছু কথা দিয়ে, অভিনয়, অভিনেতা, নির্দেশক তাদের পারস্পরিক সম্পর্ক। অন্তরঙ্গ নাটকে অভিনয় আর মঞ্চ নাটকের ঠিক ফারাক কোথায়, একজন অভিনেতাকে তার অনুভবে কতটা সচেতন থাকতে হয় এই নিয়ে কাজ হয়। তিনি বলেন অভিনেতা তার অভিনয় করবেন কোথায় করছেন সেটা পরে, সেই নাটকের নির্দেশক ঠিক করে দেবেন তিনি কি চাইছেন।


দ্বিতীয় দিনের কর্মশালা শুরু হয় অংশগ্রহণকারীদের প্রত্যেকের আলাদা আলাদা অভিনয় দিয়ে, একটা সংলাপ, তার শব্দের অর্থ, সেই অর্থের সাথে অভিনেতার অনুভব এই বিষয়ে কাজ হয়।বাদল সরকার এর বীজ নাটক থেকে ওঠো, খাও, কাজে যাও, ফিরে এসো, ঘুমাও। এই শব্দগুলো নিয়ে একটা বাক্য তৈরি করতে বলেন প্রশিক্ষক এবং তা দিয়ে একটা অভিনয় করতে বলেন।পরবর্তী কাজ ছিল মুক্তনাট্য নিয়ে, সুপ্রিয় সমাজদার এই আঙ্গিকের ভাবনা নিয়ে কাজ করছেন ২০বছর, বিভাবন এর "জার্নি" ছাড়াও বেশ কিছু নাটক তারা এই আঙ্গিকে করেন। প্রাথমিক পর্যায়ের কিছু কাজ তিনি করান এই আঙ্গিকের উপর। অভিনেতা সত্ত্বা ও ব্যক্তি সত্ত্বা এই দুইয়ের উপর কাজ করান। যিনি অভিনয় করছেন এবং যাকে নিয়ে অভিনয় এই দুয়ের সম্পর্কের মধ্যে যে আমি তার একটা খোঁজ এই মুক্তনাট্য আঙ্গিকের একটা চর্চা বলা যেতে পারে। দুদিনের এই কর্মশালা শেষ হয় "আগুনের পরশমণি" গানের মধ্য দিয়ে। 


বিভাবন এর পক্ষ থেকে সুপ্রিয় সমাজদার বলেন ২০১৯ সালের জুলাই মাসে রবিরূপ, জোড়াবাগানে বিশিষ্ট অভিনেতা অচিন্ত্য দত্তর  বাড়িতে তারা শুরু করেন অন্তরঙ্গ নাট্য চর্চা কেন্দ্র, যা ২ বছর অতিক্রম করেছে। এই দুই বছরে তারা এখানে  বিভিন্ন সময়ে নাট্য কর্মশালা, নাটক উপস্থাপনা এবং আয়োজন করেন একক নাট্য উৎসব। করোনাকালীন সময়ের জন্য কিছুটা অনিয়মিত ছিল এই কেন্দ্রর কাজ তারা আগামীতে এবার থেকে মাসে দু দিন করে এই কর্মশালার কথা ভাবছেন যেখানে টাকা লাগবে না, ইচ্ছুক অভিনেতারা এসে তাদের সাথে যোগ দিতে পারেন।

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments