২০২১ সালে নির্মিত সেরা আটটি ওয়েব সিরিজ
চলতি বছরে করোনা পরিস্থিতির জন্য বাংলাতে খুব বেশি ওয়েব সিরিজ তৈরি হয়নি। যে কটা ওয়েব সিরিজ রিলিজ হয়েছে তার ভিত্তিতে আমরা বেছে নিয়েছি এ বছরের সেরা আটটি ওয়েব সিরিজ। লিটারেসি প্যারাডাইসের বিচারে সেই ওয়েব সিরিজগুলি কী কী? আসুন সেই তালিকায় চোখ বুলিয়ে নেওয়া যাক।
১.মন্দার:- ২০২১ সালের আলোচিত ওয়েব সিরিজের মধ্যে অন্যতম হলো 'মন্দার'। যে ওয়েব সিরিজের মধ্য দিয়ে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য হয়ে উঠলেন পরিচালক। তাঁর পরিচালনায় শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ম্যাকবেথের ছায়া অবলম্বনে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজটি। বাংলার ওয়েব সিরিজের ইতিহাসে মন্দার এক মাইলস্টোন। ম্যাকবেথের ছায়া অবলম্বনে আজ পর্যন্ত যতগুলো ছবি হয়েছে তার মধ্যে মন্দারই সবার সেরা। ফ্রেস কনটেন্ট, আন্তর্জাতিকমানের চিত্রনাট্য, দৃশ্যায়ন ও আবহ দর্শকদের মুগ্ধ করেছে। অনির্বাণ ভট্টাচার্য যে আগামীদিনের এক সম্ভাবনাময় পরিচালক তার প্রমাণ পাওয়া গেছে মন্দারের মাধ্যমে। তিনি এই সিরিজটিতে তুলে এনেছেন একঝাঁক নতুন মুখ। মন্দারের সকল চরিত্র যেমন মন্দার, পেদো, মজনু বুড়ি নজর কেড়েছে দর্শকদের।
২.বলি:- নবাগত পরিচালক শঙ্খ দাশগুপ্তের ওয়েব সিরিজ 'বলি'। বাংলাদেশের অতি পরিচিত চরিত্র সোহরাব ও রুস্তম, এই বিখ্যাত প্রাচীন লোককাহিনীর ছায়া অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজটি। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সোহরাবের ভূমিকায় অভিনয় এবং রুস্তমের ভূমিকায় সোহেল মন্ডলের অভিনয় সাড়া ফেলে দিয়েছে দুই বাংলার দর্শকমহলে। ওয়েস্টার্ন ঘরানাতে নির্মিত এক আন্তর্জাতিক মানসম্পন্ন ওয়েব সিরিজ হলো বলি৷
৩.রুদ্রবীণার অভিশাপ:- তানসেনের তানপুরার পরবর্তী অংশ হলো 'রুদ্রবীণার অভিশাপ'। সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ হলো রুদ্রবীণার অভিশাপ। তানসেনের তানপুরা গত বছর সেরা ওয়েব সিরিজের তকমা পেয়েছিল। টানটান উত্তেজনাপূর্বক এক রহস্যময় মিউজিক্যাল থ্রিলার হলো তানসেনের তানপুরা। যা দর্শকদের হৃদয় হরণ করে নিয়েছিল। এই সিরিজের মুখ্য চরিত্র আলাপ-শ্রুতি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। রুদ্রবীণার অভিশাপও অনবদ্য এক ওয়েব সিরিজ। তানসেনের তানপুরার মতোই গানে-গল্পে রুদ্রবীণার অভিশাপও চরমতম ওয়েব সিরিজ। আলাপ-শ্রুতি অর্থাৎ বিক্রম-রূপসা জুটিকে নতুন করে ওয়েব পর্দায় দেখে প্রচণ্ড খুশী দর্শকমহল। লেখক সৌগত বসুর গল্প ও চিত্রনাট্যে এবং পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় নিঃসন্দেহে এক মনে রাখার মতো ওয়েব সিরিজ হলো রুদ্রবীণার অভিশাপ।
৪.ঊনলৌকিক:- রবিউল আলম রবি পরিচালিত ওয়েব সিরিজ 'ঊনলৌকিক'। শিবব্রত বর্মণের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজটি। পাঁচ পাঁচটি মনস্তাত্ত্বিক গল্পের ওপর ভিত্তি করে বানানো হয়েছে সিরিজটির প্রতিটি পর্ব। বাংলা ভাষার শ্রেষ্ঠ এন্থোলজি সিরিজ হলো ঊনলৌকিক। বাংলা ওয়েব সিরিজের জগতে এই সিরিজ একটা মাইলস্টোনও বটে।
৫.রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি:- ২০২১ সালে নির্মিত আরেকটি আলোচিত ওয়েব সিরিজ হলো 'রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেন নি'। পরিচালক সৃজিৎ মুখার্জির পরিচালনায় তৈরি হয়েছে সিরিজটি। বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দীনের উপন্যাস অবলম্বনে এক রোমাঞ্চকর থ্রিলার রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেন নি৷ এই সিরিজের মুখ্য চরিত্র মুশকান জুবেরীর ভূমিকায় আজমেরী হক বাঁধনের অভিনয়, নিরুপম চন্দার চরিত্রে রাহুল বোসের অভিনয়, আতর আলীর চরিত্রে অনির্বাণ ভট্টাচার্যের অভিনয়, খরাজ খাসনবিশের চরিত্রে অঞ্জন দত্তের অভিনয় এবং পুলিশ অফিসার তপন শিকদারের চরিত্রে অনির্বাণ চক্রবর্তীর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। সিরিজটির চিত্রনাট্য, দৃশ্য নির্ধারণ, ভিএফএক্স, আবহ সঙ্গীত সবই মুগ্ধ করার মতো৷ এই ওয়েব সিরিজে রবীন্দ্র সঙ্গীতের ব্যবহারও দারুণভাবে হয়েছে।
৬.বিরহী:- জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত ওয়েব সিরিজ 'বিরহী'। মফঃস্বলের এক বেকার ছেলে কৃষ্ণ যে টিউশন পড়িয়ে দিন কাটায়। সে হঠাৎ একটি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পায়। যে গ্রামে কৃষ্ণ চাকরি পায় তার নাম বিরহী। সেই গ্রামের বুকে নানান কাণ্ডকারখানা চলতে থাকে। যে কাণ্ডকারখানার সাথে সেও জড়িয়ে পড়ে। তারপর তার জীবনে কিছু পরিবর্তন আসতে থাকে। এভাবে চিত্রনাট্য এগোতে থাকে। একটি সাধারণ গল্পকে অনবদ্য ভাবে উপস্থাপন করেছেন পরিচালক। বিরহী দেখলে মনে হবে আমরাও যেন চিত্রনাট্যে ঢুকে পড়েছি। বিরহী একটি অসাধারণ বাস্তবসম্মত সামাজিক ওয়েব সিরিজ। কয়েকজন থিয়েটার অভিনেতা ও কিছু গ্রামের নন অ্যাক্টরাও এই সিরিজে অভিনয় করেছেন। কৃষ্ণের চরিত্রে অভিনেতা সায়ন ঘোষ দর্শকদের নজর কেড়েছে। চলচ্চিত্র সমালোচক থেকে চলচ্চিত্র বোদ্ধা সবার মুখে মুখে প্রশংসিত হয়েছে বিরহী। যার দ্বিতীয় সিজন আসছে সামনের বছর। যা দেখার জন্য মুখিয়ে আছেন প্রায় সকলেই।
৭.সেই যে হলুদ পাখি ২:- খুনের আড়ালে প্রতিশোধ ও অভিমানে ভরা টানটান ওয়েব সিরিজ 'সেই যে হলুদ পাখি ২'। ২০১৮ সালে হইচইতে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ 'সেই যে হলুদ পাখি'র শেষ অংশ হলো 'সেই যে হলুদ পাখি ২'। এই ওয়েব সিরিজটি পরিচালক করেছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। তানসেনের তানপুরা'র মতো বাংলার সেরা মিউজিক্যাল থ্রিলার সিরিজ হিসেবে তালিকায় থাকবে এই সিরিজও। সেই যে হলুদ পাখি ২ তে মোট আটটি পর্ব রয়েছে। এই আটটি পর্বই বেশ জমকালো।
৮.সেনাপতি ২:- পরিচালক রিঙ্গো গঙ্গোপাধ্যায়ের ওয়েব সিরিজ সেনাপতি ২। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে চলে এসে কলকাতায় চোরাকারবারিদের সঙ্গে জড়িয়ে পড়ে কীভাবে একজন বাঙালি গ্যাংস্টার হয়ে উঠল সেই গল্প নিয়েই তৈরি হয়েছিল 'সেনাপতি'। তারই পরবর্তী অংশ সেনাপতি ২। অ্যাকশনধর্মী এক আকর্ষণীয় ওয়েব সিরিজ হলো সেনাপতি ২। দেবেন সেনাপতি, চূর্ণী সেনাপতি ও বারীন সেনাপতির উত্থানের পরের গল্পও ছিল বেশ জমজমাট। দেবেন সেনাপতির ভূমিকায় প্রতীক দত্ত, বারীন সেনাপতির ভূমিকায় জয় বন্দোপাধ্যায়ের অভিনয় এবং চূর্ণী সেনাপতির ভূমিকায় শাঁওলি চট্টোপাধ্যায়ের অভিনয় নজর কেড়েছে দর্শকদের।
তালিকাটির প্রসঙ্গে সবশেষে বলে রাখা ভালো আমরা চলতি বছরে যে সেরা আটটি ওয়েব সিরিজ বেছে নিয়েছি তার সাথে সকলে একমত নাও হতে পারেন। বহু ওয়েব সিরিজের মধ্যে সেরা আটটি নির্বাচন করা অত্যন্ত কঠিন। এমনকি তালিকার নাম্বারিং করাও সমান কঠিন। তবুও কয়েকটি বিষয় যেমন গল্প, চিত্রনাট্য, ভিএফএক্স, অভিনয়, দৃশ্য নির্ধারণ, গল্প বলার ধরণ, নিজেদের ভালো লাগা ও দর্শকদের চাহিদা মাথায় রেখে আমরা তালিকাটা তৈরি করেছি।
প্রতিবেদন- লিটারেসি প্যারাডাইস ইনফরমেশন ডেস্ক
Post a Comment