Header Ads

প্রাথমিক স্কুলের গন্ডি না পেরিয়েও তিন চাকার অভিনব যান বানালেন এক বঙ্গতনয়


তিন চাকা বিশিষ্ট যান তৈরি করে অবাক করলেন জয়নগরের সুজয় মণ্ডল। তিনি লেখাপড়া কোনোদিন সেভাবে করেননি বললেই চলে। সামান্য প্রাথমিক বিদ্যালয়ের গন্ডিও পার হয়নি তাঁর। বাড়িতে বসে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে একটি তিন চাকার যান নির্মাণ করেছেন তিনি৷ দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজার থানা সংলগ্ন বাঁশবেড়িয়ার পুকুরিয়া গ্রামের বাসিন্দা সুজয় মণ্ডল। দরিদ্র পরিবারে জন্ম হওয়ায় এলাকার বাজার বেরিয়া প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ার পর, আর স্কুলে যাওয়া হয়নি তার। এরপর কাজের তাগিদে বাবা মায়ের সাথে জয়নগরে চলে আসেন তারা। 


গাড়ি তৈরির জন্য প্রযুক্তিবিদ্যা শিখতে মাঝে মধ্যেই আশপাশের গ্যারেজে গিয়ে গাড়ি মিস্ত্রী দের কাজ পর্যবেক্ষণ করতেন। এরপর নিজস্ব ইচ্ছাশক্তি কে কাজে লাগিয়ে মাত্র একমাসের ব্যবধানে তিনি বাড়িতে বসেই বানিয়ে ফেললেন তিন চাকার এক অভিনব যান। তিনি যার নামকরণ করেছেন 'স্নেক কার'।

সুজয়বাবু বর্তমানে বিভিন্ন জায়গায় আচার-অনুষ্ঠান ও পুজো পার্বণে ডেকোরেশনের কাজ করেন। ছেলেবেলা থেকেই সুজয়বাবুর স্বপ্ন ছিল বড় হয়ে একটি চার চাকার গাড়ি কিনবেন। তিনি বড়ো হওয়ার পর বুঝতে পারলেন একটা চার চাকার গাড়ি কেনার মতো পর্যাপ্ত অর্থ তাদের নেই। হাজার চেষ্টা করেও চার চাকার গাড়ি তিনি কিনতে পারলেন না। শেষমেশ তিনি সিদ্ধান্ত নেন নিজে একটি গাড়ি বানাবেন স্বচ্ছন্দমতো। তাই ঘরে বসে প্রথমেই তিনি কাগজ পেন নিয়ে একটি গাড়ির নীল নকশা তৈরি করেন৷ তিনি ঠিক করেন, একটি পুরানো মোটর বাইক কিনে তার ইঞ্জিন নিয়ে বাড়িতে যেসব বাতিল হওয়া লোহা ও ফাইবার আছে তা দিয়েই গাড়ি বানাবেন তিনি। 

তিনি গাড়িটি প্রস্তুত করার সময় টেস্ট ড্রাইভ এর জন্য যতবার এলাকার রাস্তায় বেরিয়েছেন ততবারই গাড়ির সামনে ভিড় জমিয়েছেন কৌতুহলী মানুষ। অভিনব এই তিন চাকার যান তৈরিতে সাফল্য পেয়ে সুজয় মণ্ডল এবার তৈরি করতে চান রোবোটিক রিক্সা। চার চাকার গাড়ি হয়তো তার পক্ষে কেনা সম্ভব হয়নি, কিন্তু তাতে কী? তিনি নিজের হাতে গাড়ি বানিয়েই বাস্তবায়ন করে ফেলছেন নিজের স্বপ্নকে৷ 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments